হুমায়ূন রশিদ,টেকনাফ(৭ সেপ্টেম্বর) :: টেকনাফে এক কৃষকের ঘরে ৮ পা, ২ লেজ ও ১ মাথা বিশিষ্ট বাছুঁরের জন্মের কিছুক্ষণ পর মৃত্যু ঘটেছে। এই খবর ছড়িয়ে পড়ার পর শত শত উৎসুক মানুষের ঢল নেমেছে।
জানা যায়, ৭ সেপ্টেম্বর বিকাল ৪টারদিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজারের মৃত এখলাসের পুত্র কৃষক আনর আলীর বাড়িতে পালিত গাভী একটি বাছুঁর প্রসব করে। উক্ত বাছুঁরের ৮টি পা, ২টি লেজ, ১টি মাথা ও ২টি বাছুঁরের সংযুক্ত একটি দেহসহ ফুটফুটে বাচ্চা।
পা বৈসাদৃশ ও এক মাথা বিশিষ্ট দেহ সংযুক্ত থাকায় বাছুঁরটি চলাফেরা করতে পারেনি। এই রকম বাছুঁর প্রসবের খবর ছড়িয়ে পড়ায় পাশর্^বর্তী গ্রামের শত শত নারী-পুরুষ ও শিশু দেখার জন্য ভিড় জমায়।
প্রায় পৌনে ঘন্টা পর বাছুঁরটির মৃত্যু ঘটে। স্থানীয় ৬নং ওয়ার্ড ইউপি মেম্বার শাহ আলম এই ঘটনার সত্যতা স্বীকার করেন।
Posted ৭:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ সেপ্টেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy