হেলাল উদ্দিন,টেকনাফ(২৭ জুন) :: টেকনাফে বিভিন্ন মৎস্য ঘাটে অভিযান চালিয়ে ৯লাখ টাকার মূল্য মানের ৩০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
শনিবার বেলা১১টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত টেকনাফ কোষ্টগার্ডের সহযোগিতায় মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলার দশটি মৎস্য ঘাটে অভিযান চালিয়ে কারেন্ট জাল গুলো জব্দ করা হয়।
এ অভিযানে নেতৃত্বে দেন টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.দেলোয়ার হোসেন।
টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.দেলোয়ার হোসেন বলেন,বঙ্গোপসাগরে ৬৫দিন মাছ ক্রাস্টাসিয়ান্স ধরা নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়নলক্ষে কোষ্টগার্ডের সহায়তায় উপজেলার বিভিন্ন মৎস্য ঘাটে অভিযান চালিয়ে ৩০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে স্ব স্ব এলাকায় জব্দ করা জালগুলো পুঁড়িয়ে ধ্বংস করা হয়েছে।
তিনি আরো বলেন,জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৯লাখ টাকা।এ সময় উপস্থিত ছিলেন,বাহারছড়া স্টেশন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ আবছার ও অন্যান্যরা প্রমুখ।
Posted ৮:৩৪ অপরাহ্ণ | শনিবার, ২৭ জুন ২০২০
coxbangla.com | Chanchal Chy