হুমায়ূন রশিদ,টেকনাফ(২২ ডিসেম্বর) :: টেকনাফে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ উপলক্ষ্যে ৯শ ২৭জন কর্মকর্তাদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
২২ ডিসেম্বর টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫টি ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ৫৭জন প্রিসাইডিং, ২শ ৯৫জন সহকারী প্রিসাইডিং ও ৫শ ৭৫জন পুলিং অফিসারদের দুইদিন ব্যাপী ভোট গ্রহণ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
সমাপনী দিনে প্রশিক্ষণ শেষে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ বেদারুল ইসলামের সার্বিক তত্তাবধান ও পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমদ ও টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শওকত, মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোছাইন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ এমদাদ হোসাইন চৌধুরী, রামু উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম, পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম, কুতুবদিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জামশেদুল ইসলাম ও মহেশখালী উপজেলার নির্বাচন কর্মকর্তা জুলকর নাইন প্রমুখ।
এতে নির্ভূল, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করা হয়।
Posted ৯:২৬ অপরাহ্ণ | শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy