হেলাল উদ্দিন,টেকনাফ :: টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকায় র্যাব-১৫ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটক মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়ার ওয়াস করিমের ছেলে মোঃ সরওয়ার কামাল(৩০)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন, র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি আরও জানান, শনিবার ১৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে র্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যংয়ের মহেশখালীয়া পাড়ার পুরান দফাদারের বাড়ির পার্শ্বে অভিযান পরিচালনা করে আটক সওয়ারের হাতে থাকা ব্যাগটি তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বড়ি মূল্য ৪৮ লাখ ৬৫ হাজার টাকা।
উদ্ধারকৃত ইয়াবা বড়িসহ আটক মাদক ব্যবসায়ীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
Posted ৯:৫২ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ অক্টোবর ২০২০
coxbangla.com | Chanchal Chy