হেলাল উদ্দিন, টেকনাফ(১৩ জুলাই) :: টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেফটি ডাক্তার চেম্বার ও ফ্লুকর্ণারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১৩ জুলাই সকাল ১১টার সময় শেড ও এসিএফ এবং ডব্লিউএফপি’র আর্থিক সহযোগীতায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীলের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ প্রণয় রুদ্র, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ এনামুল হক, শেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ ওমরাহ, এসিএফ’র ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ মোতাহার হোসেন, শেডের ডেপুটি পরিচালক জিয়াউর রহমান, শেডের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাসুদ রানা, টেকনাফ উপজেলার কো-অর্ডিনেটর ফয়সাল আহমদ, এসিএফ’র টেকনাফ উপজেলার সিনিয়র প্রজেক্ট অফিসার মো. হুমায়ুন কবির প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম বলেন, ডাঃ টিটুর হাত ধরেই মানুষের সেবায় এগিয়ে যাচ্ছে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স। এই সুনামের সহিত সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের সুচিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের সকলের প্রতি আহবান জানান।
তিনি আরও বলেন, শেড ও এসিএফ এবং ডব্লিউএফপি সংস্থাগুলোর সকল কার্যক্রম বর্তমান করোনা পরিস্থিতির জন্য খুবই কার্যকরী পদক্ষেপ। তা চলমান থাকুক এই প্রত্যাশা করে তিনি সহ সকল অতিথিরা এ কার্যক্রমের প্রসংশা করেন।
Posted ৩:০২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
coxbangla.com | Chanchal Chy