হুমায়ুন রশীদ,টেকনাফ(১৭ জানুয়ারি) :: কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনস দ্বীপ থেকে পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা বড়ি আটক করেছে উপকূলরক্ষী বাহিনী (কোস্ট গার্ড)।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা ও ১১টার দিকে সেন্ট মাটিন্স এর পূর্ব পার্শে¦র সমুদ্রে বিশেষ অভিযান পরিচালনা করে একটি সন্দেহজনক বোটকে তল্লাশী চালিয়ে ৩ লাখ পিচ ইয়াবা এবং রাত সাড়ে ১১টার দিকে অপর অভিযানে টেকনাফ থানাধীন কাটাবুনিয়ার অদুরে বঙ্গোপসাগরে বোটে তল্লাশী করে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তবে দুটি অভিযানে আগেই পাচারকারীরা পালিয়ে গেছে। কোস্ট গার্ড বলছে, আটক ইয়াবার দাম আনুমানিক প্রায় ২২ কোটি টাকা।
সেন্ট মার্টিনস কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট জাহিদ আল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ইয়াবার দাম আনুমানিক প্রায় ২২ কোটি টাকা।তিনি আরও জানান,তাদের অভিযান অব্যাহত রয়েছে।
Posted ৫:০৭ অপরাহ্ণ | বুধবার, ১৭ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Chy