হুমায়ুন রশীদ,টেকনাফ(৩০ অক্টোবর) :: কক্সবাজারের টেকনাফ কোস্টগার্ড ষ্টেশনের জওয়ানেরা অভিযান চালিয়ে ১শ ৮৮ক্যান বিদেশী বিয়ার জব্দ করেছে।
সুত্র জানায়,৩০অক্টোবর সকাল সাড়ে ৯টারদিকে টেকনাফ কোস্টগার্ড ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আলী আক্তার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে সিনিয়র চীফ পেটি অফিসারের নেতৃত্বে উপজেলার চাইরংখাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১শ ৫৬ক্যান সানহাই বিয়ার এবং ৩১ক্যান চ্যাং ক্লাসিক বিয়ার জব্দ করে।
জব্দকৃত বিয়ারের আনুমানিক বাজার মূল্য ৯৩হাজার ৫শ টাকার। জব্দকৃত বিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
Posted ৭:০৭ অপরাহ্ণ | সোমবার, ৩০ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy