হুমায়ূন রশিদ,টেকনাফ(১১ জানুয়ারী) :: নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে দূবৃর্ত্তদল হামলা চালিয়ে ব্লক কমিটির এক সদস্যের দু’চোখ নষ্টের চেষ্টা চালিয়েছে দূবৃর্ত্তরা। আহত ব্যক্তিকে চমেকের জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা যায়, গত ১০জানুয়ারী রাত এশারের সময় পাহাড়ে অবস্থানকারী রোহিঙ্গা উগ্রপন্থী সংগঠনের মদদপুষ্ট স্বশস্ত্র একটি চক্র নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের সি-ব্লকের ৮২১ নং শেডের ও ৪নং রোমের বাসিন্দা মৃত হোছন আহমদের পুত্র মাষ্টার ইলিয়াছের মোবাইলের দোকানে এসে তুলে নেয় এবং দোকানের মালামাল লুট করে। এরপর প্রকাশ্যে মারধর ও ছুরিকাঘাত করে চোখ ২টি উপড়ে নেওয়ার চেষ্টা করে।
লোকজন জড়ো হওয়ার সাথে সাথে পাচারকারীরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। রক্তাক্ত মাষ্টার ইলিয়াছকে উদ্ধার করে ক্যাম্প হাসপাতাল হয়ে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে জরুরী বিভাগে ভর্তি রয়েছে।
এই ব্যাপারে জানতে চাইলে হামলার শিকার মাষ্টার ইলিয়াছের স্ত্রী হামিদা বেগম,ন্যাক্কারজনক ঘটনায় ভেঙ্গে পড়লেও আতংকে হামলাকারীদের নাম বলতে রাজি না।
এই ব্যাপারে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আইসি কিছুই জানেনা বলে জানান।
এদিকে একাধিক সুত্রের অভিযোগ,কতিপয় রোহিঙ্গা উগ্রপন্থী সংগঠনের নেতা দাবীদারদের নেতৃত্বে স্থানীয় ও রোহিঙ্গাদের সমন্বয়ে শক্তিশালী স্বশস্ত্র একটি গ্রুপ পাহাড়ে অবস্থান নিয়ে অপতৎপরতা চালিয়ে আসছে। এই চক্রটি অঘোষিতভাবে রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রণ করছে।
যেসব রোহিঙ্গা নেতা এই চক্রের সিদ্বান্তের বাহিরে গিয়ে ক্যাম্পে নিয়োজিত আইন-শৃংখলা বাহিনীর সাথে এক হয়ে তাদের অপকর্মের বিরুদ্ধে অবস্থান নেয় এবং ক্যাম্পের বিচার-সালিশ তাদের মনোপ্লুত না হলে প্রায় সময় এই ধরনের হামলার ঘটনা ঘটে আসছে। সাধারণ রোহিঙ্গারা স্বশস্ত্র গোষ্ঠীর হাতে অসহায় বিধায় মুখ খুলে প্রতিবাদ করতে পারেনা।
শরণার্থী ক্যাম্প ভিত্তিক উগ্রবাদী গ্রুপের এসব অপতৎপরতা দূর করা অতীব জরুরী বলে সর্বস্তরের রোহিঙ্গা ও মানুষ মনে করেন।
Posted ১০:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ১১ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy