হুমায়ূন রশিদ,টেকনাফ(১৩ জানুয়ারী) :: টেকনাফ সীমান্তে অব্যাহত বন্দুক যুদ্ধের মধ্যেও মাদকের চালান পাচার অব্যাহত রয়েছে। বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৩ কোটি ৬০ লক্ষ টাকার ইয়াবাসহ একটি সিএনজি জব্দ করেছে।
জানা যায়, ১৩ জানুয়ারী ভোর পৌনে ৪টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এম আছাদুদ-জামান চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং খুরেরমুখ অস্থায়ী চেকপোস্টের বিশেষ টহল দল নিয়ে আলীর ডেইল সড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী চালাতে থাকে।
কিছুক্ষণ পর একটি সিএনজি এসে চেকপোস্টের অদূরে স্টার্টরত অবস্থায় লাইট জ্বালিয়ে রেখে সুচতুর চালক কৌশলে পালিয়ে যায়।
বিজিবি জওয়ানেরা নাম্বারবিহীন সিএনজিটি আয়ত্বে নিয়ে তল্লাশী চালিয়ে পেছনের সীটে অভিনব কায়দায় লুকানো ৩ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যমানের ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবাসহ সিএনজি জব্দ করে।
সিএনজি শুল্ক গুদামে জমা দেওয়ার পর ইয়াবা সমুহ পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, মিডিয়া কর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
এদিকে অব্যাহত বন্দুক যুদ্ধ গায়েবী হামলা ও অগ্নিকান্ডের পরও ভদ্রতার মুখোশে থাকা ইয়াবা চোরাকারবারীদের অপতৎপরতার কারণে এই সীমান্তে মাদকের অপতৎপরতা অব্যাহত থাকায় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
Posted ৪:১৬ অপরাহ্ণ | রবিবার, ১৩ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy