হেলাল উদ্দিন, টেকনাফ :: টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলোচিত রোহিঙ্গা ক্যাম্পে শালবাগান ২৬ নম্বর ক্যাম্প সংলগ্ন পাহাড়ের পাদদেশ এলাকা থেকে অপহৃত এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে এপিবিএন পুলিশ সদস্যরা।
রবিবার ১৫ নভেম্বর রাতে শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের এইচ ব্লক সংলগ্ন পাহাড়ের পাদদেশ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া রোহিঙ্গা যুবক হলেন উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা বশির আহম্মদের ছেলে মো. ইয়াছিন (২১)।
গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটি দল বিকেলে ক্যাম্পের এইচ ব্লক সংলগ্ন পাহাড়ের পাদদেশে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াছিনকে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়।
পুলিশ অপহৃত ইয়াছিনকে সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত ভিকটিমের বিষয়ে পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে রোহিঙ্গা ডাকাত পুতিয়া গ্রুপের সদস্যরা ইয়াবা চোরাচালান সংক্রান্ত বিরোধের জের ধরে ইয়াছিনকে অপহরণ করে নিয়ে যায়।
Posted ১:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy