হেলাল উদ্দিন, টেকনাফ :: কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বটতলী বাজার এলাকায় ইসলামী সম্মেলন পরিষদের উদ্যোগে ২ দিন ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিল ১৩ জানুয়ারী বুধবার রাত সাড়ে আটটায় মাওলানা মোহাম্মদ জুবায়ের ও ফেরদাউস ইসলামের যৌথ সঞ্চালনায় সাংস্কৃতিক সন্ধ্যা ইসলামী জাতীয় সংগীত শিল্পী কলরব, আল-আমীন, আলিবাবা ও নবজাগরণ শিল্পী গোষ্ঠীদের সংগীত পরিবেশনের মধ্যদিয়ে আরম্ভ হয়েছে।
ইসলামী সম্মেলন পরিষদের এই আয়োজনে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা, গুণীজন সম্মাননা, প্রতিভার মূল্যায়ন, বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রম, মুয়াজ্জিন, দাফন কর্মী ও প্রসূতি সেবিকা প্রদান করা হবে বলে জানা গেছে।
Posted ২:০৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy