হেলাল উদ্দিন, টেকনাফ :: কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ সমুদ্র উপকূলে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ২ লাখ ৭৯ হাজার ৬শ পিস ইয়াবার চালান উদ্ধার করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন, কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আমিরুল হক।
তিনি জানান, মঙ্গলবার ভোররাতে মিয়ানমার হতে সমুদ্র পথে ইয়াবা আসার গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ এম সালেহ আকরামের নেতৃত্বে ভোররাতে টেকনাফ ও সেন্টমার্টিন কোস্টগার্ডের পৃথক আভিযানিক দল শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সমুদ্র উপকূলে অভিযান পরিচালনা করার সময় ৩ জন লোককে টর্চ লাইটের আলোতে দেখতে পেয়ে তাদের থামানোর জন্য চ্যালেঞ্জ করলে তারা পাশ্ববর্তী কেওড়া বাগানের ঝোঁপের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ইয়াবাভর্তি ২টি বস্তা উদ্ধার করা হয়। উদ্ধার করে কোস্টগার্ড স্টেশনে এনে গণনা করে ২ লাখ ৭৯ হাজার ৬শ পিস ইয়াবা পাওয়া যায়।
পরে, দুপুরের দিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি স্টেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।
Posted ১২:০৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ মার্চ ২০২১
coxbangla.com | Chanchal Chy