কক্সবাংলা রিপোর্ট(৩ জানুয়ারী) :: কক্সবাজােরর টেকনাফ স্থলবন্দরে আমদানি-রপ্তানী কাজে ব্যবহৃত একটি বানিজ্যিক জাহাজে অভিযান চালিয়ে বিদেশী মাদক পাচার করার সময় দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা । আটককৃতরা হচ্ছে মায়ানমারের নাগরিক পাইপুতুন (৩৭) এবং টেকনাফের কেরুনতলী গ্রামের ইসলামের পুত্র মোঃ কামাল হোসেন (৩০) ।
শুক্রবার এক মেইল বার্তায় কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২ জানুয়ারী গোপন সংবাদের উপর ভিত্তি করে বানিজ্যিক জাহাজে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালাতে চেষ্টা করলেও কোস্ট গার্ড বাহিনীর তৎপরতার জন্য তারা ব্যর্থ হয়।
পরে তাদের কাছ থেকে ৪৫ বোতল বিদেশী গ্র্যান্ড রয়েল হুইস্কি, ৮৬৪ ক্যান আন্দামান গোল্ড বিয়ার ও একটি মোবাইল ফোনসহ পাচার কার্যে ব্যবহৃত বানিজ্যিক জাহাজটি জব্দ করা হয়।
লেঃ শাহ জিয়া আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারী জানায় দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত এবং জব্দকৃত বিয়ার ও হুইস্কি বাংলাদেশে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল। আর পাচার কার্যে ব্যবহৃত বানিজ্যিক জাহাজ, আটককৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ৩:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy