কক্সবাংলা ডটকম(২৪ জুলাই) :: প্রায় সাড়ে ৮ দশক পর আদালতের আদেশের পর জাদুঘর থেকে মসজিদের রুপান্তরিত হওয়ার পর তুরস্কের ইস্তানবুল শহরের ঐতিহাসিক স্থাপনা হায়া সোফিয়ায় প্রথমবারের মতো জুমার নামাজ আদায় করা হয়েছে।
শুক্রবার নিরাপত্তা বেষ্টনী পার হয়ে প্রায় এক হাজার মুসলিম ধর্মাবলম্বী এর অভ্যন্তরে নামাজ আদায়ের সুযোগ পায়। আবার অনেকেই বাইরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করে। এতে অংশ নেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেছেন, হায়া সোফিয়া সব মুসলমান, অমুসলমান এবং পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে।
প্রায় দেড় হাজার বছর আগে অর্থোডক্স খ্রিস্টান ক্যাথেড্রাল হিসেবে প্রতিষ্ঠিত হয় হায়া সোপিয়া। তুরস্কের অটোমান শাসকরা ১৪৫৩ সালে এটিকে মসজিদে রুপান্তর করেন। ১৯৩৪ সালে মুস্তফা কামাল আতাতুর্কের সরকার এটিকে জাদুঘরে পরিণত করে। বর্তমানে এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য।
গত ১০ জুলাই তুরস্কের এক আদালতের রায়ে বলা হয়, মসজিদ ছাড়া অন্য কিছু হিসেবে হায়া সোফিয়ার ব্যবহার আইনগতভাবে সম্ভব নয়। রায়ের পরই ঐতিহাসিক এই স্থাপনাকে মসজিদ হিসেবে ঘোষণা করেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। ওই সময়ে তিনি জানান, ২৪ জুলাই থেকে জুমার নামাজের জন্য প্রস্তুত হবে হায়া সোফিয়া। শুক্রবার অন্যদের সঙ্গে এই নামাজে তিনিও অংশ নেন।
শুক্রবার অনুষ্ঠিত জুমায় খুতবা ও জামাত পরিচালনা করেন ধর্মবিষয় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আলি এরবাশ।
স্মরণীয় এ জুমায় তুরস্কের প্রেসিডেন্ট রিসপে তাইয়েপ এরদোয়ান ছাড়াও দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আজকের অনুষ্ঠিত জুমায় অংশ নিতে গতকাল বৃহস্প্রতিবার রাত থেকেই আয়া সোফিয়া প্রাঙ্গণে সাধারণ মানুষের ঢল নামে। শুক্রবার ফজরের নামাজ আয়া সোফিয়ার সামনেই আদায় করেন তাঁরা।
নামাজের আগে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে তেলাওয়াত ও দোআর পর্ব রাখা হয়। এতে তুরস্কের বিখ্যাত কারিরা পবিত্র কোরআন থেকে তেলাওয়া করে। এ সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সুরা ফাতেহা ও সুরা বাকার থেকে তেলাওয়াত করেন।অতঃপর জুমার আগে চার মিনার থেকে চার জন মুআজ্জিন আজান দেন।
আয়া সোফিয়ায় আজকের জুমার আদায় করতে ইস্তাম্বুলের নারী-পুরুষ, শিশু-কিশোর সবাই ভিড় জমায় মসজিদ প্রাঙ্গণে। করোনা বিস্তাররোধে নির্দেশনা মেনে সবাই মাস্ক পরিধান করে জায়নামাজ নিয়ে আসে। এছাড়া আয়া সোফিয়ার ১১টি প্রবেশমুখে শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবস্থা ছিল। উপস্থিত সবার মধ্যে বিরাজ করছিল আবেগ-উচ্ছ্বাস।
এদিকে করোনা ভারাইসের কারণে জুমা আদায়ের স্থান ছিল অত্যন্ত সীমিত, যা সকালে ভরে যায়। তাই ইস্তাবুল শহরের গভর্ণ আলি বারলিকায়া আগত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।
উল্লেখ্য, আয়া সোফিয়া ৫৩৭ খ্রিস্টাব্দে বাইজান্টাইন সম্রাজ্যের অর্থডোক্স খ্রিস্টানদের সর্ববৃহৎ গির্জা হিসেবে নির্মাণ করা হয়। ১৪৫৩ সালে সুলতান মুহাম্মাদ ফাতিহ ইস্তাবুল বিজয় করে তা ক্রয় করেন এবং মসজিদ হিসেবে ওয়াকফ করে দেন। ৪৮১ বছর পর ১৯৩৪ সালের ২৪ নভেম্বর কামাল আতাতুর্কের মন্ত্রীপরিষদ এটিকে জাদুঘরে পরিণত করে। ৮৬ বছর পর আজ শুক্রবার থেকে ফের তাতে নামাজ শুরু হয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
Posted ৭:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২০
coxbangla.com | Chanchal Chy