কক্সবাংলা ডটকম(১২ জানুয়ারি) :: ভারী তুষারপাতে বিপর্যস্ত জার্মানি, সুইডেনসহ ইউরোপের অনেক দেশ। আটকে গেছে রাস্তা; ভেঙে পড়েছে ট্রেন ও ফ্লাইটের সময়সূচি, বন্ধ হয়ে গেছে স্কুল। বেশ ক’দিন ধরেই পশ্চিম ইউরোপের কিছু দেশে ভারী তুষারপাত হলেও শুক্রবার তা তীব্র রূপ নেয়। জার্মানির ব্যাভেরিয়া অঙ্গরাজ্যে গাছচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। রাস্তায় আটকে পড়া ড্রাইভারদের উদ্ধারে সহায়তা করেছে রেডক্রস।
এছাড়া তুষারের কারণে জার্মানি জুড়ে শতাধিক ফ্লাইট বাতিল হয়ে যায় শুক্রবার।
অস্ট্রিয়ার কোনো কোনো এলাকায় ১০ ফুট পর্যন্ত তুষারে সবকিছু ঢেকে গেছে। এক সপ্তাহে তুষারপাতে দেশটিতে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন ভ্রমণকারী।
ঝুঁকি কমাতে গাছে জমে থাকা বরফ সরাতে হেলিকপ্টার ব্যবহার করছে অস্ট্রিয়ান সেনাবাহিনী। অস্ট্রিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, এত ব্যাপক মাত্রায় তুষারপাত শত বছরে একবার হয়।
তুষারপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সুইডেনের উত্তরাঞ্চল। এর মধ্যেই আবার আঘাত হেনেছে ঘূর্ণিঝড় জ্যান, যার গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৭৮ কিলোমিটার।
নরওয়েতে তুষারপাতের মধ্যে রাতভর রাস্তায় আটকা পড়ে শত শত গাড়ি। অন্যদিকে সুইজারল্যান্ডে তুষারধসে হোটেল স্যান্টিস ক্ষতিগ্রস্ত হয়ে ৩ জন আহত হয়েছে। পরে সতর্কতা হিসেবে সবাইকে হোটেল ছাড়ার নির্দেশ দেন উদ্ধারকারীরা।
Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ১২ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy