কক্সবাংলা ডটকম(১৪ জানুয়ারী) :: পাকিস্তানের হোয়াইটওয়াশ এড়াতে প্রয়োজন ছিল আরও ২২৮ রান। আর হোয়াইটওয়াশ করতে সাউথ আফ্রিকার নিতে হত ৭ উইকেট। পুরো সিরিজেই যেখানে রান করার চেয়ে উইকেট নেয়াই সহজ ছিল, সেখানে ব্যতিক্রম হল না জোহানেসবার্গ টেস্টেও। চতুর্থ দিনে ১০৭ রানে জিতে পাকিস্তানকে ৩-০তে সিরিজে হারাল প্রোটিয়ারা।
সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরিয়নে ৬ উইকেটে জিতে এগিয়ে থাকার পর দ্বিতীয় টেস্টে ৯ উইকেটে জিতে ট্রফি নিশ্চিত করে সাউথ আফ্রিকা।
সোমবার চতুর্থ দিনে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে যোগ করতে পেরেছে আরও ১১০ রান। তাতে ইনিংস থেমেছে ২৭৩ রানে। প্রথম ইনিংসে সফরকারীরা করতে পেরেছিল ১৮৫ রান। সেখানে প্রথম ইনিংসে ২৬২ রান করার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ৩০৩ রান তুলে বড় লক্ষ্য দিতে পারে স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরিতে (১২৯) ম্যাচের মোড় নিজেদের দিকে রাখা কুইন্টন ডি কক ম্যাচসেরা হয়েছেন। আর পুরো সিরিজে ধারাবাহিক বোলিং করে ২৪ উইকেট নেয়া ডুয়ানে অলিভিয়ের হয়েছেন সিরিজ সেরা। সিরিজে তিনবার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন এ পেসার, সেরা ৩৭ রানে ৬ উইকেট। সেঞ্চুরিয়নে ওই টেস্টের পরের ইনিংসে পাঁচ উইকেট নিয়ে টেস্টে দশ উইকেটের দেখাও পেয়েছেন।
দুদল এবার পাঁচ ওয়ানডে ও তিন টি-টুয়েন্টির সিরিজে মুখোমুখি হবে। সিরিজের প্রথম ওয়ানডে পোর্ট এলিজাবেথে, মাঠে গড়াবে ১৯ জানুয়ারি।
Batsman | How Out | Bowler | Runs | Mins | Balls | 4s | 6s | SR |
---|---|---|---|---|---|---|---|---|
Total | (65.4 overs) | 273 all out | ||||||
Imam | c de Kock | b Steyn | 35 | 83 | 65 | 4 | 0 | 53.85 |
Masood | c de Kock | b Steyn | 37 | 107 | 66 | 4 | 0 | 56.06 |
Azhar | c de Kock | b Olivier | 15 | 58 | 41 | 3 | 0 | 36.59 |
Shafiq | c Elgar | b Philander | 65 | 108 | 71 | 11 | 0 | 91.55 |
Babar | c de Kock | b Olivier | 21 | 50 | 29 | 5 | 0 | 72.41 |
Sarfraz | b Olivier | 0 | 1 | 1 | 0 | 0 | 0.00 | |
Shadab | not out | 47 | 112 | 66 | 7 | 0 | 71.21 | |
Faheem | c Markram | b Rabada | 15 | 26 | 19 | 3 | 0 | 78.95 |
Amir | c Markram | b Rabada | 4 | 9 | 5 | 1 | 0 | 80.00 |
Hasan | c & b Rabada | 22 | 22 | 14 | 2 | 1 | 157.14 | |
Abbas | run out (Markram) | 9 | 35 | 18 | 1 | 0 | 50.00 | |
Extras | 1nb 0w 0b 2lb | 3 |
Posted ৮:৪৮ অপরাহ্ণ | সোমবার, ১৪ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy