কিন্তু অতিবৃষ্টির সঙ্গে বজ্রঝড়, তীব্র ঝড়ো হাওয়া এমনকি শীলাবৃষ্টির আশঙ্কার কথাও জানানো হয়েছে পূর্বাভাসে। তার সাথে হতে পারে বন্যাও। যার ফলে আগুন নেভাতে সাহায্য হলেও দেশজুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ হবে আরও বেশি।
ডেইলি মেইল জানিয়েছে, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এবং কুইনসল্যান্ডের বেশ কিছু জায়গায় বৃহস্পতিবার থেকে বজ্রসহ ভারীবৃষ্টি হতে পারে। ঝড়ের ধারাবাহিকতায় হতে পারে আকস্মিক বন্যা ও বড় বড় শীলাবৃষ্টি।বর্তমানে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, সাউথ অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া, কুইনসল্যান্ড, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও তাসমানিয়া মিলে প্রায় ৩শ’টি পৃথক দাবানল জ্বলছে। একে বলা হচ্ছে অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী ও সুদূরপ্রসারী দাবানল। গত দুই মাসে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৫৯ হাজার হেক্টর এলাকা। মারা গেছেন অন্তত ১৭ জন। নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে ১৮ জন। এদের মধ্যে দমকলকর্মী ও স্বেচ্ছাসেবীও রয়েছেন।
হাজারো পরিবার ঘরহারা হয়ে প্রাণের ভয়ে পালাচ্ছেন। বিশেষ করে নিউ সাউথ ওয়েলসে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। শনিবার পর্যন্ত দাবানল ছড়িয়ে নিয়ন্ত্রণহীন অবস্থায় চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার তাপমাত্রা বেড়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে ঠেকতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
তাই রুরাল ফায়ার সার্ভিস থেকে অনুরোধ জানানো হয়েছে শনিবারের আগেই পুরো এলাকা ত্যাগ করে সবাইকে চলে যাওয়ার জন্য। একই সঙ্গে আশা করা হচ্ছে, এর মধ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাসটি সত্যি হলে হয়তো আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সুবিধা হবে।