কক্সবাংলা ডটকম(২৩ নভেম্বর) :: দীপিকা পাড়ুকোন। বলিউডের অন্যতম নায়িকা। চলতি মাসেই বিয়ে করেছেন বলিউডের অপর অভিনেতা রণবীরকে। দীর্ঘদিন প্রেমের পরই বিয়ের সিদ্ধান্ত। কিন্তু রণবীরের আগেও দীপিকার সঙ্গে বেশ কয়েকজনের নাম জড়িয়েছিল। তাঁরাই নাকি দীপিকার প্রাক্তন বয়ফ্রেন্ডও। খবর আনন্দবাজার। দীপিকার সঙ্গে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাদের মধ্যে অন্যতম নীহার পাণ্ড্যে। ২০০৫ সালে মুম্বইয়ে অভিনয় শিক্ষার সূত্রেই নাকি আলাপ হয়েছিল নীহার পাণ্ড্যের সাথে। আর সেই থেকেই তাঁদের বন্ধুত্ব। গভীর বন্ধুত্ব থেকেই নাকি প্রেমে পড়েছিলেন দু’জনে।
উপেন প্যাটেলের সাথেও নাকি ছিল দিপিকার সম্পর্ক। খুব কম সময়ের জন্য হলেও এই মডেলের সঙ্গে নাকি সম্পর্ক ছিল দীপিকার। বোল্ড ফটোশ্যুটও করেছেন তারা একই সঙ্গে।মুজামিল ইব্রাহিম নামের এক মডেল-অভিনেতা দাবি করেছিলেন, দীপিকার সঙ্গে নাকি তাঁরও সম্পর্ক ছিল। খুব কম সময়ের জন্যই নাকি এই সম্পর্ক স্থায়ী হয়েছিল। সিদ্ধার্থ মাল্যর সঙ্গে ব্রেক-আপ হওয়ার পরই নাকি এই সম্পর্ক তৈরি হয়।
২০০৭-২০০৮ সাল নাগাদ অস্ট্রেলিয়াতে দীপিকার জন্মদিনের অনুষ্ঠানের সময় নাকি যুবরাজ সিংহ উপস্থিত ছিলেন। দীপিকার শুটিং চলছিল, আর যুবি গিয়েছিলেন ভারতীয় দলের সঙ্গে ম্যাচ খেলতে। পরবর্তীতে মুম্বইয়ে যুবির জন্মদিনও নাকি পালন করেছিলেন দীপিকা। কেরিয়ারের কারণেই নাকি এই সম্পর্ক স্থায়ী হয়নি।
মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গেও দীপিকার নাম জড়িয়েছিল ২০০৭ সাল নাগাদই। ধোনি নাকি বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন দীপিকাকে। কিন্তু যুবির সঙ্গে সম্পর্কের কথা কানে আসতেই নাকি ধোনি সরে আসেন।
২০০৭ সালে দীপিকার প্রথম ছবি ‘ওম শান্তি ওম’-এর শুটিং চলছিল। এদিকে রণবীরের প্রথম ছবি ‘সাওয়ারিয়া’-র কাজ চলছিল, সেই সময়ই দু’জনের নাকি আলাপ মেক-আপ শিল্পী ডরিসের মাধ্যমে। ২০০৭ সালেও গভীর সম্পর্ক ছিল দু’জনের মধ্যে। বি টাউনে রটেছিল, রণবীরের মা নীতু সিংই নাকি দীপিকাকে পছন্দ করতেন না। তাই দু’জনের সম্পর্ক নাকি পরিণতি পায়নি।
‘লিকার ব্যারন’ বিজয় মাল্যর ছেলে সিদ্ধার্থের সঙ্গে নাম জড়িয়েছিল দীপিকার। ২০১১ সালে আইপিএল চলাকালীন দু’জনকে মাঠেও দেখা গিয়েছিল এক সঙ্গে।
রণবীর সিংহের সঙ্গে দীপিকার প্রেম শুরু ‘গোলিও কি রাসলীলা রামলীলা’ ছবির সময় থেকেই। দীর্ঘদিনের সম্পর্ক অবশেষে পরিণতি পেয়েছে। ইতালির লেক কেমোতে গত ১৪ ও ১৫ নভেম্বর কঙ্কনি ও সিন্ধি রীতিতে দুইবার বিয়ে করেছেন রণবীর-দীপিকা। আর এবার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে রণবীর-দীপিকা দেশে ফিরছেন ১৮ নভেম্বর।
Posted ৭:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy