মোঃ রেজাউল করিম,ঈদগাঁও :: আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ‘দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম ‘এর কেনদ্রীয় সমন্বয়ক সৈয়দা রিমি কবিতার সাথে কক্সবাজারে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েেছ।
কলাতলীর একটি অভিজাত হোটেলে রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত এতে অংশ নেন দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঈদগাঁও থানা শাখার নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা। সাক্ষাৎকাল তিনি দেশপ্রেমকে সবার উপরে স্থান দেয়ার অনুপ্রেরণা দেন।
তিনি বলেন, সাংবাদিকসহ সকলের মধ্যেই দেশপ্রেমের চেতনা থাকতে হবে। তা না হলে দেশ কখনো এগিয়ে যাবে না। তিনি শোষণ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে দেশপ্রেমিক’ সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানান। এসময় তিনি দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরামের কক্সবাজার জেলা শাখার সারবিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এ সংগঠনের কার্যক্রমকে আরো জোরদার ও গতিশীল করতে হবে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম, সহ সভাপতি শফিউল আলম আজাদ, সাধারণ স¤পাদক ওসমান গনি ইলি, মফস্বল সাংবাদিক ফোরাম ঈদগাঁও থানা শাখার সভাপতি শেফাইল উদ্দিন, সাংগঠনিক স¤পাদক নাছির উদ্দিন পিন্টু, সদস্য কাউসার উদ্দিন শরীফ, সায়মন সরওয়ার কায়মে। কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক কক্সবাজার ৭১ এর নুরুল আমিন হেলালি।
Posted ৭:৫০ অপরাহ্ণ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy