সংবাদ বিজ্ঞপ্তি(২ অক্টোবর) :: শারদীয় দুর্গোৎসব-২০১৯ উপলক্ষে শারদীয় প্রকাশনা পরিষদ, কক্সবাজারের উদ্যোগে সম্পাদক চঞ্চল দাশগুপ্তের সম্পাদনায় ৪ অক্টোবর মহা ষষ্ঠিতে বের হতে যাচ্ছে শারদীয় সাহিত্য নিবেদন “প্রতিমা” স্মরণিকার ১৩তম সংখ্যা।
২০০৪ সাল থেকে নিয়মিত প্রকাশিত হওয়া “প্রতিমা” স্মরণিকায় কক্সবাজার সহ দেশে ও দেশের বাইরে অনেক খ্যাতিমান ও বরেণ্য লেখক-কবিদের পাশাপাশি উদীয়মান তরুণ লেখকের লেখায় সমৃদ্ধ হয়েছে এটি।
কক্সবাজারের নিয়মিত কলাম লেখক তোফায়েল আহমেদ,মোহাম্মদ আলী জিন্নাাত,আব্দুল কুদ্দুস রানা,দীপক শর্মা দীপু, ফজলুল কাদের চৌধূরী এবং কামরুল হাসান,অমিত চৌধূরী,মানিক বৈরাগী সহ অনেকে দেবী দুর্গাকে নিয়ে এবারের প্রতিমা স্মরণিকার ১৩তম সংখ্যায় দেবী দুর্গা,বিসর্জন ও সম্প্রীতি নিয়ে বিশ্লেষণাত্মক ও গবেষণাধর্মী চমৎকার গল্প ও কবিতা উপহার দিয়েছেন।
এছাড়া মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ,মাননীয় প্রধানমন্ত্রী শেথ হাসিনা,সংসদ সাইমুম সরোয়ার কমল,কানিজ ফাতেমা,জেলা প্রশাসক মো: কামাল হোসেন,কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন,পৌর মেয়র মুজিবর রহমান,কক্সবাজার প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি মিলন কান্তি দত্ত,সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী সহ অনেকে বাণী দিয়ে এবারের প্রতিমা স্মরণিকার ১৩ তম সংখ্যাকে সমৃদ্ধ করেছেন।
কক্সবাজারের নন্দিত প্রতিষ্ঠান ইনডিজাইন এর সুনিপুণ তুলির আঁচড়ে প্রতিমা’কে মনের মাধুরি মিশিয়ে অলঙ্করণ-আভরণে প্রচ্ছদকে যেভাবে রাঙিয়ে তুলেছেন তা অবশ্যই প্রশংসাযোগ্য।আগামী ৫ অক্টোবর প্রতিমা স্মরণিকার ১৩তম সংখ্যার মোড়ক উন্মোচন হবে।
Posted ৬:৫৪ অপরাহ্ণ | বুধবার, ০২ অক্টোবর ২০১৯
coxbangla.com | Chanchal Chy