আবদুল হামিদ,বাইশারী(২৩ জানুয়ারি) :: রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের বাসিন্দা বাংলার দীর্ঘতম মানব জিন্নাত আলী এখন অসুস্থতা ভোগ করছেন। গত দুইমাস যাবৎ তার নিজ বাড়ীতেই অবস্থান করছেন। গরীব পরিবারে জম্ন নেওয়া জিন্নাত আলীর দৈনিক খাবার ও লাগে অনেক।
বৃহস্পতিবার তার সাথে সাক্ষাৎ কালে কথোপকথনের এক পর্যায়ে কেদে ফেলেন।
তিনি বলেন বর্তমানে তার শারীরিক অবস্থা ভাল নয়। কোমরে ও পায়ে হাতে প্রচুর ব্যাথা। হাটতে পারেনা। তার ব্রেইনে ও প্রচুর সমস্যা।
দৈনিক তিন কেজি চাউলের ভাত লাগে তার।অনুসাংগিক তরিতরকারি মিলে অনেক টাকা খরচ হয়। এসব তিনি কোথায় পাবেন।
তবে বিগত দিন গুলুতে সরকারের পক্ষ থেকে অনেক সাহায্য পেয়েছেন বলে ও জানান।
তিনি বলেন সাংবাদিকদের লেখনির কারনে মাননীয় সাংসদ কমল মহোদয়ের আন্তরিকতায়বর্তমান প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ও সৌজন্য সাক্ষাতের সুযোগ পাওয়ায় প্রধান মন্ত্রী মহোদয় কে আন্তরিক ধন্যবাদ জানান।
সরকারের পক্ষ থেকে একটি দোকান ও পেয়েছেন বলে স্বীকার করেন। জেলা প্রশাসক মহোদয়ের আদেশে একটি ঘর ও নির্মান করে দিবেন বলে জানান।
তবে ঘর নির্মান নিয়ে প্রতিপক্ষ তার বসত ভিটেকে অন্যের দাবী করে ঘর নির্মানে বাধা দিচ্ছেন বলে ও দুঃখ প্রকাশ করে আইনি সহায়তা চান।
তার মা ছফুরা জানান ছেলের বয়স এখন মাত্র ২২ বছর। গরীব হওয়ায় চাহিদা অনুযায়ী খাদ্য যোগান দিতে পারিনা। সরকারের পক্ষ থেকে দোকান পেয়েছি। তবে টাকার অভাবে মালামাল তেমন নাই। বেচাকেনা ও কম।
তাই তিনি সুস্থতা হওয়ার জন্য দোয়া এবং নিজেকে বাচাতে আর্থিক সহযোগীতা চাই। জিন্নাত আলী দেশের দীর্ঘতম বর্তমান তার উচ্চতা ৮ ফিট ৮ ” ইনচি। আস্তেঅস্তে সে আরো লম্বা হয়ে যাচ্ছে বলে তার মা জানান।
Posted ৬:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy