নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া থেকে এবারের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে দশজন মেধাবী শিক্ষার্থী।
তাদের মধ্যে ২৮২ স্কোর পেয়ে ৮২ নং মেরিট পজিশন নিয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছেন নূরে আনজুমান,
২৮০ স্কোর পেয়ে ২৪৬ নং মেরিট পজিশনে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে প্রজ্ঞা পারমিতা রয়,
২৭৪.২৫ স্কোর পেয়ে ১২৫৭ মেরিট পজিশনে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে চান্স পেয়েছে মোবাশশেরা জন্নাত তাসকিয়া,
২৭৪ স্কোর পেয়ে ১৩৩৩ মেরিট পজিশনে কুমিল্লা মেডিকেল কলেজে চান্স পেয়েছে শরীফুল ইসলাম। সে ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।
কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রিজভী আহমেদ রাহাত ২৭৩.২৫ স্কোর পেয়ে ১৫৫৪ মেরিট পজিশনে চান্স পেয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে,
ধুরুং স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্রী বিলকিস আক্তার চান্স পেয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজে। তার প্রাপ্ত স্কোরঃ ২৭১.২৫ এবং মেরিট পজিশনঃ২৪০৭।
কক্সবাজার মেডিকেল কলেজে চান্স পেয়েছেন মোঃ মিজবাউল মোকারাব্বিন আরমান। তার প্রাপ্ত স্কোর=২৭১.২৫ এবং মেরিট পজিশনঃ২৪০৭।
কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ফাইরিন সোলতানা চান্স পেয়েছেন খুলনা মেডিকেল কলেজে। তার প্রাপ্ত স্কোরঃ২৭১ মেরিট পজিশনঃ২৪৬৮।
কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্রী শাউরিন বিনতে রমিজ চান্স পেয়েছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে। তার প্রাপ্ত স্কোরঃ২৭০.৫ এবং মেরিট পজিশনঃ ২৭০৪।
যশোর মেডিকেল কলেজে চান্স পেয়েছেন মুশফিকুল হাসান সজীব। তার প্রাপ্ত স্কোরঃ২৬৯.২৫ এবং মেরিট পজিশনঃ ৩৩৮৮।
কুতুবদিয়ার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সাহায্য করা বিভিন্ন ছাত্র সংগঠনের সূত্রে পাওয়া গেছে এসব তথ্য।
Posted ১০:২৪ অপরাহ্ণ | সোমবার, ০৫ এপ্রিল ২০২১
coxbangla.com | Chanchal Chy