হঠাৎ করেই মৃতপ্রায় বিএনপি রাজনীতিতে নতুন প্রাণ পাচ্ছে। যখন বিএনপি রাজনীতিতে বিলুপ্তপ্রায় হওয়ার অবস্থা তখনই বিএনপির মরা গাঙ্গে জোয়ার আসার মতো বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দৃশ্যমান হচ্ছে। আর এ কর্মসূচিগুলো জোরালো হচ্ছে এবং গণমাধ্যমে আলােচিত হচ্ছে কারণ এই কর্মসূচিগুলােতে বিভিন্ন রকমের অনাহুত বাধা দেয়া হচ্ছে। ইচ্ছে করেই যেনাে বিএনপিকে পুনরুজ্জীবিত করার মিশনে নেমেছে কেউ কেউ। আমরা যদি সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো দেখি তাহলে দেখবো যে, বিএনপিতে পুনর্বাসিত করার একটি নীরব প্রক্রিয়া বিভিন্ন মহল থেকে করা হচ্ছে।
১. খুলনার জনসভায় বাধা দান: বিএনপি যদি খুলনায় একটি জনসভা করতো তাহলে কি মহাভারত অশুদ্ধ হতো ? বরং এই ধরনের জনসভার মাধ্যমে বিএনপির দৈনতাই আরো প্রকাশ হতো। কারণ যখন এই বিএনপির জনসভা চলছিলো তখন বিএনপির কেন্দ্রীয় নেতারা ঢাকায় সাংবাদিকদের সাথে মতবিনিময় কর্মসূচিতে ব্যস্ত ছিলো। কোনো গুরুত্বপূর্ণ নেতা ছাড়া এই সমাবেশ এমনিতেও হালে পানি পেতো না কিন্তু এই সমাবেশকে আলােচনায় নিয়ে আসা হয় খুলনায় সমস্ত ধরনের পরিবহন বন্ধ করে দিয়ে। এই পরিবহন বন্ধ যারা করেছে তারা আওয়ামী লীগের শুভাকাঙ্খী না বিএনপির শুভাকাঙ্খী সেটা খতিয়ে দেখা দরকার।
২. ছাত্রদলের সমাবেশ: ছাত্রদল এখন একটি মৃতপ্রায় সংগঠন। কয়েকদিন পর পরই তারা পূর্ণাঙ্গ কমিটির দাবিতে নিজেদের দলীয় কার্যালয় ঘেরাও করে। এরকম একটি সংগঠনের
প্রতিবাদ সমাবেশে স্বাভাবিকভাবে করলে কি ক্ষতি হতো এটিই একটি বড় প্রশ্ন। বরং এই সমাবেশে পুলিশের লাঠিপেটা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে সমাবেশটি আলোচনায় এসেছে। অথচ তার পরদিনই বাম ছাত্র সংগঠনগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা দেয়নি ফলে ওই সমাবেশ নিয়ে কোনো আলোচনাও হয় নি। তাহলে কেনো ছাত্রদলের এই সমাবেশে এই ঘটনা ঘটলো। ছাত্রদল উস্কানি দেবেই কিন্তু সেই উস্কানি দমন করার জন্য অন্যকোনো পদ্ধতি ব্যবহার করলেই এটি ইতিবাচক হতো বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন।
৩. রাজশাহীতে জনসভা: রাজশাহীতে বিএনপি অনেক আগেই বিভক্ত এবং বিএনপি রাজনীতি সেখানে আগে থেকেই জামায়াত নির্ভর ছিলো। এখন জামায়াতের সঙ্গে দূরত্বের কারণে রাজশাহীতে বিএনপির অবস্থা খুবই নাজুক সেখানেও সমাবেশের আগে সব ধরনের পরিবহন বন্ধ করে দেয়া হলো এবং ঘরোয়াভাবে সমাবেশ করতে বলা হলো। এ ঘটনাগুলোর কারণেই বিএনপি আলোচনায় আসছে। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে ধারণা হচ্ছে যে, সরকার বোধহয় বিএনপিকে ভয় পায়। বিএনপির এই দেউলিয়া রাজনীতির মধ্যে এই সমস্ত ঘটনা বিএনপিকে নতুন প্রাণ দিচ্ছে। যে সমস্ত অতি উৎসাহীরা এসমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছেন তারাই আসলে বিএনপিকে পুনরুজ্জীবিত করার কাজে ব্যস্ত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।