মুকুল কান্তি দাশ,চকরিয়া(১ জানুয়ারী) :: নতুন বছর নতুন বই। সীমাহীন আনন্দ আর বাঁধভাঙ্গা উল্লাস ছোট্ট শিক্ষার্থীদের। ভীষন খুশি মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরাও। নতুন বই উৎসবকে কেন্দ্র করে সারা দেশের মতো কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন স্কুলগুলোতে শুরু হয়েছে বই উৎসব।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের নব-নির্বাচিত সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম মঙ্গলবার ১লা জানুয়ারী সকাল ১১ টায় বই উৎসবের উদ্বোধন করেন।
এসময় সাথে ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া কোরক বিদ্যাপীঠের বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, মকসুদুল হক ছুট্টু, চকরিয়া পৌরসভার কাউন্সিলর মকসুদুল হক মধু, প্রধান শিক্ষক নুরুল আখেরসহ প্রমুখ।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের বলেন, মঙ্গলবার সকাল ১১ টায় চকরিয়া-পেকুয়া আসনের নব-নির্বাচিত সাংসদ ও কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জাফর আলম শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন।
বই বিতরণ উৎসবের আলোচনায় সাংসদ আলহাজ্ব জাফর আলম বলেন, বর্তমান সরকার ২০১০ সালের ১লা জানুয়ারি থেকে বই বিতরণ উৎসবের সূচনা করেন। সে বছর শিক্ষার্থী ছিল আড়াইকোটির মতো। আট বছর পর শিক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে সাড়ে ৫ কোটির অধিক । আর পাঠ্যবইয়ের সংখ্যা এখন প্রায় ৩৬ কোটি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে শিক্ষা ক্ষেত্রে এক আমুল পরিবর্তন এনেছেন। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই পাওয়ায় শিক্ষা ক্ষেত্রেও এগিয়ে যাবে কোমলমতি শিক্ষার্থীরা। আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। সেজন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞতা জানাচ্ছি। এলাকার উন্নয়নে শিক্ষা-স্বাস্থ্যসহ পাঁচটি মৌলিক অধিকার রক্ষায় কাজ করে যাবো।
বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে উপজেলার ১৮ ইউনিয়নের ও একটি পৌরসভার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা যেমন খুশি তেমনি খুশি হয়েছে অভিভাবকরা।
Posted ৪:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy