হাবিবুর রহমান সোহেল,নাইক্ষ্যংছড়ি(১৬ ডিসেম্বর) :: নাইক্ষ্যংছড়ি উপজলা প্রশাসনসহ গর্জনিয়া কচ্ছপিয়াতে বিজয়ের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ট সন্তানদের ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।
নাইক্ষ্যংছড়িতে পৃথক পৃথকভাবে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন সরকারী কার্যালয় ও দফতর সমূহ, বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
সোমবার সকাল ৬টা ১মিনিটে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সাদিয়া আফরিন কচির নেতৃত্বে জাতির শ্রেষ্ট সন্তানদের শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদে নির্মিত শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, কচ্ছপিয়া ইউপি পরিষদ, গর্জনিয়া পুলিশ ফাড়িঁ, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগ, আওয়ামীলীগসহ নানা সংগঠন।
Posted ৬:৪২ অপরাহ্ণ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy