আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নাইক্ষ্যংছড়িতে দিনভর কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার ৫ আগষ্ট সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন পক্ষে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস।
এ সময় উপস্হিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন,মংলা মার্মা, থানার অফিসার ইনচার্জ (ওসি) টানটু সহা,নাইক্ষ্যংছড়ি হাসপাতালে প্রধান জেড এ সেলিম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।