আবদুল হামিদ,বাইশারী :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভোর রাতে সদর ইউনিয়নের ফুলতলী এলাকার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কড়াই বাগানস্থ পানের বরোজ এর পাশ থেকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র অধীনস্থ ফুলতলী বিজিবির বিওপি ক্যাম্পের নাঃ/সুবেদার মোঃ ইব্রাহিম হোসেনের নেতৃত্বে টহল দল কর্তৃক এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এসময় বিজিবি’র অভিযানের খবর টের পেয়ে পালিয়ে যায় ইয়াবা পাচারকারীরা।
বিজিবি সূত্রে পাওয়া খবরে জনা গেছে উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৫ পাঁচ লক্ষ উনাশি হাজার টাকা। উদ্ধারকৃত ইয়াবা বিকালে নাইক্ষ্যংছড়ি থানায় জমা দেওয়া হয়।
Posted ১:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy