আব্দুল হামিদ,নাইক্ষ্যংছড়ি(২৭ জানুয়ারি) :: নাইক্ষ্যংছড়ি সদরের বাজারে গর্ভবতী গাভীর মাংস বিক্রির জন্য এক কসাইকে ২০ হাজার টাকা অর্থ দন্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সোমবার ২৭ জানুয়ারি সকালে নাইক্ষ্যংছড়ি বাজারে উপজেলা নির্বাহী অফিসার( নির্বাহী ম্যাজিস্ট্রেট) সাদিয়া অফরিন কচির নেতৃত্বে ও থানার পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি জানান, নাইক্ষ্যংছড়ি থানার এসআই মোঃ জাফর ইকবাল ও স্হানীয় ইউপি সদস্য এর গোপন সূত্র ধরে এ অভিযান চালানো হয়।
এসময় মাংস ব্যবসায়ী মো : সেলিম কে আইনের ২৯১ ধারা’য় ২০ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ১মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, এধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে। ভোক্তাদের অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানায় বাজার ব্যবসায়ী ও স্হানীরা।
Posted ৮:২৬ অপরাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy