হেলাল উদ্দিন,টেকনাফ(১ সেপ্টেম্বর) :: নাফনদী দিয়ে মিয়ানমার থেকে মাদকের চালান অনুপ্রবেশ রোধ করতে প্রায় সাড়ে তিন বছর আগে থেকে মাছ ধরা বন্ধ রয়েছে।
এতে করে বেকার মানবেতর দিনযাপন করছেন স্থানীয় ১০ হাজার জেলে পরিবার। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছেন স্থানীয় জেলেরা।
মঙ্গলবার বিকেলে টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের নাফনদী নির্ভর জেলেদের “মাছ শিকার নিষেধাজ্ঞা” প্রত্যাহার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন-আওয়ামীলীগ নেতা ও হোয়াইক্যং বাজার কমিটির সভাপতি আলমগীর চৌধুরী, মোহাম্মদ আলী, আজগর আলী , হ্নীলা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ শফি ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
জেলে ও বক্তারা বলেন, মিয়ানমার থেকে মাদকের চালান অনুপ্রবেশে জেলেদের সম্পৃক্ততার অজুহাতে প্রায় সাড়ে তিন বছর ধরে নাফনদীতে মাছ শিকার বন্ধ রয়েছে।
কিন্তু মাদকের চালান অনুপ্রবেশ এখনো বন্ধ হয়নি। মাদক কারবারীদের অপতৎপরতায় কারণে উপজেলার প্রায় ১০ হাজার নাফনদী নির্ভর জেলেদের মানবেতর দিনযাপন করতে হচ্ছে। এখন আমরা দারিদ্রতার চরম পর্যায়ে রয়েছি।
তাই নাফনদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আমাদের মাছ শিকারের অধিকার ফিরিয়ে দিয়ে জীবন ও জীবিকা নির্বাহের সুযোগ দানের জন্য স্থানীয় উপজেলা প্রশাসনসহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি।
Posted ১০:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy