হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সদস্যদের উপস্থিতি টের পেয়ে ২ কেজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার পিস ইয়াবা বড়ি ফেলে পালালো এক কারবারি।
যার আনুমানিক মূল্য প্রায় ১১ কোটি ৪৬ লাখ টাকা।
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদার নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় শুক্রবার রাত আটটার দিকে এ-অভিযান চালানো হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি বলেন, শুক্রবার রাতে নাফ নদী অতিক্রম করে মিয়ানমার থেকে এক ব্যক্তি একটি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে বেড়িবাঁধের উপর দিয়ে হেঁটে আসার সময় বিজিবির টহল দলের সদস্যদের দেখে ব্যাগটি ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে মিয়ানমারের পালিয়ে যান।
পরে ব্যাগটি উদ্ধার করে ব্যাগের ভেতর থেকে ২ কেজি ১১২ গ্রাম আইস ও ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও বলেন, উদ্ধার করা ইয়াবা বড়ি ও ক্রিস্টাল মেথ আইস মাদকগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। সকলের উপস্থিতিতে মাদকগুলো ধ্বংস করা হবে।
Posted ৮:২২ অপরাহ্ণ | শনিবার, ১২ নভেম্বর ২০২২
coxbangla.com | Chanchal Chy