কক্সবাংলা রিপোর্ট(৩০ নভেম্বর) :: “নারীর কথা শুনবে বিশ্ব, কমলা রঙে নতুন দৃশ্য” এ প্রতিপাদ্যে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সারাদেশে ১৬দিন ব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করছে।
এর অংশ হিসেবে কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগীতায় আয়োজিত হয়েছে ওয়াকাথন ( দীর্ঘ পথ চলা) অনুষ্ঠান।
এ উপলক্ষে শুক্রবার সকালে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টস্থ উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন।
এ সময় সমুদ্র গবেষণা ইনষ্টিটিউটের মহাপরিচালক আশোক কুমার বিশ্বাস, প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন,পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পু চ নুসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
পরে ওয়াকাথনটি সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রে গিয়ে শেষ হয়।
Posted ৭:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy