কক্সবাংলা ডটকম :: নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের শেষ তিনটি টি-২০ ম্যাচে দর্শকদের প্রবেশের অনুমতি দিল না নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড৷ পাশাপাশি কোভিড-১৯ নকডাউনের কারণে অকল্যান্ড থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল ম্যাচ৷
সোমবার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতিতে এমনটা জানানো হয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের শেষ তিনটি ম্যাচ ওয়েলিংটনে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ সিরিজের শেষ তিনটি ম্যাচই হবে এখানে৷ কোভিড-১৯ প্যানডেমিকের কারণে সিরিজের বাকি ম্যাচগুলি হবে ক্লোজড ডোর স্টেডিয়ামে৷
দেশের সবচেয়ে বড় শহর অকল্যান্ডে রবিবার থেকে অন্তত এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে নিউজিল্যান্ড সরকার৷ অকল্যান্ডে কোভিড-১৯ পজিটিভ কেস ধরা পরায় এই সিদ্ধান্ত৷
এর ফলে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে চতুর্থ টি-২০ ম্যাচটি অকল্যান্ড থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওয়েলিংটনে৷ শুধু তাই নয়, অকল্যান্ড বেস কিউয়ি ক্রিকেটাররা কোভিড-১৯ টেস্টের পরীক্ষায় নেগেটিভ আসার পরই সিরিজের বাকি ম্যাচগুলি খেলার ছাড়পত্র পাবেন৷ সিরিজের শেষ তিনটি টি-২০ ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে ৩ থেকে ৭ মার্চ৷
অজি অল-রাউন্ডার অ্যাশটন আগর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ স্বাস্থ্য ও নিরাপত্তার কথা ভেবে এটা একদম ঠিক সিদ্ধান্ত বলেও মনে করেন তিনি৷
আগর বলেন, ‘ওরা আমাদের নিশ্চিত করেছে প্লেয়ারদের মানসিক ও শারীরিক কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে৷ এটা ঠিক সিদ্ধান্ত৷’ পাঁচ ম্যাচের সিরিজে ক্রাইশ্চচার্চ ও ডুনেডিনে প্রথম দু’টি ম্যাচ জিতে ২-০ এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড৷ সুতরাং অস্ট্রেলিয়াকে সিরিজ জিততে হলে, বাকি তিনটি ম্যাচ জিততে হবে অজিদের৷
অগর আরও বলেন, ‘হোমগ্রাউন্ডে দর্শকদের সুবিধা সবসময় পেয়ে থাকে হোম টিম৷ এখনও পর্যন্ত যেটি হয়ে এসেছে৷ কিন্তু বাকি তিনটি ম্যাচে সেই সুবিধা পাবে না নিউজিল্যান্ড৷ তবে নিউজিল্যান্ডে বেশ মজাদার দর্শক মাঠে আসে৷ মাঠের পরিবেশটা অন্য রকম হয়৷’ অস্ট্রেলিয়াকে সিরিজ বাঁচাতে হলে পরের ম্যাচে জিততেই হবে অ্যারন ফিঞ্চদের৷ সিরিদের তৃতীয় ম্যাচটি হবে বুধবার ওয়েলিংটনে৷
Posted ৮:৩৮ অপরাহ্ণ | সোমবার, ০১ মার্চ ২০২১
coxbangla.com | Chanchal Chy