কক্সবাংলা ডটকম(২৩ জানুয়ারি) :: এ মুহূর্তে সব ফরম্যাটেই বিশ্বের অন্যতম সেরা দল ভারত। যদিও টি২০ ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে তাদের রেকর্ড হতশ্রী। ১১ বারের মুখোমুখিতে তাদের জয় মাত্র তিনটি, কিউইদের আটটি। এমনই বাস্তবতায় বিশ্বকাপের বছর নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলতে নামছে বিরাট কোহলির দল। অকল্যান্ডে আজ প্রথম টি২০ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিটে।
সদ্যই ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ২-১-এ ওয়ানডে সিরিজে হারিয়ে দেয়া ভারতীয়রা অকল্যান্ড বলেই বাড়তি আত্মবিশ্বাস নিয়েই নামবে আজ। গত বছর ফেব্রুয়ারিতে এখানে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়ে দেয় তারা। যদিও তিন ম্যাচের সিরিজটা সেবার ১-২-এ হেরেছিল অতিথিরা। কোহলির দল এবার হিসাব-নিকাশ পাল্টে দিতে তৈরি।
শিখর ধাওয়ান চোটের কারণে এ সিরিজ থেকে ছিটকে যাওয়ায় রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করার সুযোগ পাবেন লোকেশ রাহুল। মিডল অর্ডারে নিজের অবস্থান সংহত করেছেন শ্রেয়াস আইয়ার। এছাড়া আরেকটি সুযোগ পেতে যাচ্ছেন উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত। তার ব্যর্থতায় ভবিষ্যতে ম্যানেজমেন্ট সুযোগ দিতে পারে সাঞ্জু স্যামসন কিংবা পৃথ্বী শাহকে, যারা দুজনই ভারত ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ড সফরে ভালো করেছেন।
ভারতীয় বোলিং ভাণ্ডারও বেশ শক্তিশালী, তাই পুরো সিরিজে ‘রোটেশন’ পদ্ধতিতে বোলারদের ব্যবহার করতে পারেন কোহলি। যদিও নিউজিল্যান্ডের পেস সহায়ক উইকেটে ওয়াশিংটন সুন্দরকে পেছনে ফেলে দলে জায়গা পেতে পারেন শিভাম দুবে। স্বাগতিকরাও জিততে মরিয়া। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে কিউইরা। যদিও অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে দারুণ এক টি২০ দল গড়েছে তারা।
Posted ১:৪৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy