কক্সবাংলা ডটকম(১৫ নভেম্বর) :: বিস্ফোরক বয়ান প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের৷ তিনি বলেছেন, বিএনপি নির্বাচনে নাও আসতে পারে। তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আলোড়ন ছড়াচ্ছে৷
জাতীয় পার্টি (জাপা) প্রধান এরশাদ বলেছেন, বুধবার এনপি অফিসের সামনে সংগঠিত বিশৃঙ্খলায় ইঙ্গিত মিলেছে দলটি এবার ফের নির্বাচন বয়কটের পথেই যাচ্ছে৷ যদি খালেদা জিয়ার দল ভোটে না আসে তাহলে আমরা তিনশো আসনে প্রার্থী দিয়ে লড়াই করব৷
বৃহস্পতিবার ঢাকার অভিজাত এলাকা বনানীতে জাতীয় পার্টি (জাপা) সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এরশাদ এমন মন্তব্য করার কারণ হিসেবে যুক্তি দেখিয়েছেন বুধবার বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সেই দলের কর্মীদের সংঘর্ষের ঘটনা৷
শুধুমাত্র মনোনয়ন ফর্ম তোলার জন্য যে ভিড় হয়েছিল তা সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছিল পুলিশ৷ তখনই শুরু হয় বিএনপি সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা৷ সেই জেরে ছড়িয়ে পড়ে সংঘর্ষ৷ তাতে কয়েকটি পুলিশের গাড়ি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে৷ নয়াপল্টনে বিএনপি সমর্থক বনাম পুলিশের সংঘর্ষের জেরে পরিস্থিতি উত্তপ্ত৷
এদিকে বাংলাদেশ জাতীয় সংসদের বর্তমান বিরোধী দল জাতীয় পার্টি৷ বিরোধী নেতা এরশাদ পত্নী রওশন৷ খোদ প্রাক্তন রাষ্ট্রপতি এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের অন্যতম দূত হিসেবে নিযুক্ত৷ এহেন বিরোধী অবস্থানে থেকেও জাতীয় পার্টির রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা হচ্ছে৷
এরশাদ জানিয়েছেন, জাপা-র হয়ে প্রার্থী হতে চান এমন আড়াই হাজার জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজও অনেক মনোনয়নপত্র বিক্রি হবে। এটা জাতীয় পার্টির জন্য খুবই ইতিবাচক দিক। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে জাতীয় পার্টি একাদশ নির্বাচনে অনেক ভালো ফলাফল করবে।
Posted ৬:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy