কক্সবাংলা ডটকম(২৫ ডিসেম্বর) :: গত গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিন পর্যন্ত নেইমারকে নিয়ে নাটকীয়তা চলে। শেষ পর্যন্ত প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে তাকে নিতে পারেনি বার্সেলোনা। তবে কাতালান জায়ান্টরা হাল ছাড়ছে না। আগামী গ্রীষ্মে আবারো নেইমারের জন্য দলবদলের বাজারে নামছে লা লিগা চ্যাম্পিয়নরা।
বার্সেলোনার ঊর্ধ্বতন কর্তারা বিশ্বাস করেন, লিওনেল মেসির যোগ্য উত্তরসূরি হতে পারেন নেইমার। ক্লাবটিতে তিনি আগেও খেলেছেন এবং এ মুহূর্তে মেসি বাদে অন্য কেউই নেইমারের মানের নয়। ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিয়ে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখান নেইমার।
সেই থেকে ক্লাবটির সঙ্গে তার তিক্ত সম্পর্ক তৈরি হয়। ‘সাইনিং মানি’র পুরোটা না পেয়ে তিনি আদালতের দ্বারস্থও হন। তবে গত গ্রীষ্মের আগে নাটকীয়ভাবে তাকে পেতে লড়াইয়ে নামে বার্সা। ব্রাজিলিয়ান খেলোয়াড়টিও দ্বিতীয়বারের মতো ন্যু ক্যাম্পে আসতে মরিয়া হন। যদিও দুই পক্ষের চাওয়া পূরণ হয়নি।
নেইমারের জন্য ২০০ মিলিয়ন ইউরো ফি নিয়ে দুই ক্লাব সম্মত হলেও এতটা নগদ অর্থ পরিশোধ করে খেলোয়াড়টিকে নিতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা।
ইএসপিএন
Posted ১১:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy