হেলাল উদ্দিন, টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে পাচারের সময় ৩ লাখ ২২ হাজার পিস ইয়াবা বড়িসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার ভোররাতে টেকনাফের সাবরাংয়ের কাটাবুনিয়া সংলগ্ন এলাকায় সমুদ্রের তীরে অভিযান চালিয়ে একটি মাছ ধরার ইঞ্জিন চালিত কাঠের নৌকা থেকে এসব ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তর গোয়েন্দা পরিদপ্তর শাখার (মিডিয়া কর্মকর্তা) লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম. হামিদুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা জানতে পারে, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে পাচার হতে পারে।
তারই সূত্র ধরে, টেকনাফ কোস্টগার্ড স্টেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হকের নেতৃত্বে উক্ত এলাকায় অভিযানের যান কোস্টগার্ড সদস্যরা এবং সাবরাং জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেন।
পরে একটি কাঠের নৌকা আসতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় সংকেত দিলে তারা অমান্য করে পালানোর চেষ্টা চালালে ধাওয়া করা হয়। পরে নৌকাটি সমুদ্র তীরে ভিড়িয়ে দিয়ে লোকজন পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি করে ৩লাখ ২২হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এসময় মাছ ধরার নৌকাটিতে উপজেলার সাবরাং ইউনিয়নের নোয়াপাড়া এলাকার ওসমান গণির ছেলে মোহাম্মদ আরমান নামের মালিকাধীন লাইন্সেস ও একটি নোটবুক উদ্ধার করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ও টেকনাফ কোস্টগার্ড স্টেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক বলেন, জব্দ করা ইয়াবা ও কাঠের নৌকা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানা পুলিশে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
Posted ১২:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy