কক্সবাংলা ডটকম(২২ এপ্রিল) :: অবশেষে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে কাঙ্ক্ষিত পেট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে ইউক্রেন।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেযনিকোভ জানিয়েছেন, তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপের পেট্রিয়ট নির্দেশক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেয়েছেন।
তারা আশা করছেন, চলমান যুদ্ধে এটা রাশিয়ার হামলা থেকে তাদের সুরক্ষা দেবে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছেন, “আজ ইউক্রেনে পেট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চলে আসায় আমাদের চমৎকার ইউক্রেনের আকাশ আরও বেশি নিরাপদ হয়ে উঠেছে।”
তবে, কতগুলো ব্যবস্থা দেয়া হয়েছে তা উল্লেখ করেন নি তিনি। যুক্তরাষ্ট্র, জার্মানি ও নেদারল্যান্ডস এর জনগণকে ধন্যবাদ জানিয়ে দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেছেন, “আমাদের অংশীদাররা তাদের কথা রেখেছেন। এটা আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে কঠোর পরিশ্রমের ফসল।”
উল্লেখ্য, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্র সফরকালে তাকে প্রেট্রিয়টসহ প্রয়োজনীয় সব ধরনের অস্ত্র দিয়ে সহায়তা করার আশ্বাস দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন।
তবে, ইউক্রেনকে প্রেট্রিয়ট দেওয়ার খবরে বেজায় চটেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি বলেছিলেন, “রুশ অস্ত্রের কাছে প্রেট্রিয়ট খুবই পুরনো একটি প্রতিরোধ ব্যবস্থা। এসব দিয়ে যুদ্ধ কেবল আরও দীর্ঘায়িতই করবে যুক্তরাষ্ট্র।”
অন্যদিকে, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং পুতিনের অতি আস্থাভাজন হিসেবে পরিচিত দিমিত্রি মেদভেদেভ পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, ইউক্রেনকে পেট্রিয়ট দিলে রাশিয়া সেই পদক্ষেপকে প্ররোচনা হিসেবে গণ্য করবে।
কিন্তু, রাশিয়ার এসব সতর্কতা স্বত্ত্বেও ইউক্রেনকে দেওয়া কথা রেখেছে পশ্চিমা দেশগুলো। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর টুইটে এটাই স্পষ্ট হলো।
প্রসঙ্গত, পেট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লাভ করায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে ইউক্রেনের এখন খুব সুবিধা হবে।
যুদ্ধের প্রথম থেকেই ইউক্রেনের আকাশে আধিপত্য বিরাজ করছে রাশিয়া। ইউক্রেনের গুরুত্বপূর্ণ শত শত অবকাঠামো ধ্বংস করে দেয়া হয়েছে মিসাইল ছুঁড়ে। তবে এবার রাশিয়ার আক্রমণ থেকে ইউক্রেনকে বাঁচাতে বহু আকাঙ্ক্ষিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে জার্মানি। দেশটির গণমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনে পৌঁছে গেছে। এর ফলে ইউক্রেন যুদ্ধে অনেকটা নিরাপদ থাকতে পারবে।
জার্মান প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে বহু কিলোমিটার দূরের মিসাইল ট্র্যাক করা যায়। শত্রুর ছোঁড়া মিসাইল ধ্বংস করা যায়। আবার নির্দিষ্ট লক্ষ্যে মিসাইল হামলা চালানো যায়। শত্রুর বিমান এবং ড্রোন ধ্বংস করা যায়। ইউক্রেন বহুদিন ধরে এই এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য আবেদন জানিয়ে রেখেছিল।
যদিও এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের তৈরি। তবে মিত্র দেশগুলোর কাছেও এটি বিক্রি করা হয়। সেই সূত্রেই জার্মানি প্যাট্রিয়ট কিনেছিল।
জার্মানির পাশাপাশি যুক্তরাষ্ট্রও ইউক্রেনকে প্যাট্রিয়ট দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। বুধবার জার্মানি জানিয়েছে, তাদের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনের কাছে পৌঁছে গেছে। এখন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট যাওয়ার অপেক্ষায়।এদিকে ইউক্রেনের তরফেও প্যাট্রিয়ট বুঝে পাওয়ার কথা নিশ্চিত করা হয়েছে। দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের আকাশ এখন অনেকটাই বিপদ মুক্ত। জার্মান প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম পৌঁছে গেছে। এর আগে কীভাবে এই সিস্টেম চালাতে হবে, তার প্রশিক্ষণ দেয়া হয়েছে ইউক্রেনের সেনাকে। জার্মানি নিজের দেশেই এই প্রশিক্ষণ দিয়েছে। যুক্তরাষ্ট্রও ন্যাটোর একটি দেশে প্রশিক্ষণ দিয়েছে। নেদারল্যান্ডস জানিয়েছে, তারা প্যাট্রিয়টের যন্ত্রাংশ এবং মিসাইল দিয়ে ইউক্রেনকে সাহায্য করবে। জার্মানি, যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডস তিনটি দেশকেই ধন্যবাদ জানিয়েছে ইউক্রেন।
Posted ১২:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
coxbangla.com | Chanchal Chy