কক্সবাংলা ডটকম :: প্রত্যাশা মতোই দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে জয় হাসিল করল দক্ষিণ আফ্রিকা। ম্যাচের চতুর্থ দিনে ১০ উইকেটে সহজেই জয় পেল প্রোটিয়ারা।
সেই সঙ্গে ২-০ ফলে টেস্ট সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের এই জয়ে লজ্জা আরও বাড়ল ভারতের।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৬১৫ রানের জবাবে মাত্র ১৯৪ রানে গুটিয়ে ফলো অন করে পাকিস্তান। এরপর দ্বিতীয় ইনিংসে লড়াই করলেও, ম্যাচে পরাজয় পারল না তারা।
চতুর্থ দিনে ১ উইকেটে ২১৩ রান নিয়ে খেলতে শুরু করা পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হল ৪৭৮ রানে।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের দেওয়া ৫৮ রানের লক্ষ্য মাত্র সহজেই তুলে ফেলল প্রোটিয়ারা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
প্রথম ইনিংসে লজ্জার ব্যাটিং করলেও দ্বিতীয় ইনিংসে মানরক্ষা করল পাকিস্তান। ওপেনিং জুটিতে ২০৫ রান করে রেকর্ড বাবর আজম-শান মাসুদের।
ফলো-অনের পর টেস্টে সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ।দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চাপের মুখে ১৪৫ রানের ইনিংস খেলেছেন শান মাসুদ।
সেই সঙ্গে ২৭ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙে দিলেন মাসুদ। ১৯৯৮ সালে জোহানেসবার্গ টেস্টে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন মেহমুদ।
দক্ষিণ আফ্রিকার মাটিতে এত দিন মেহমুদের ইনিংসই ছিল পাকিস্তানের কোনও ক্রিকেটারের সর্বোচ্চ রান।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন ২৫৯ রান করেন, বাভুমা ১০৬ রান করেনষ ফলে ৬১৫ রানের বিশাল স্কোর তোলে প্রোটিয়ারা। জবাবে প্রথম ইনিংসে ১৯৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।
দ্বিতীয় ইনিংসে শান মাসুদের শতরান ছারাও বাবর আজম ৮১ রান করেন, মহম্মদ রিজওয়ান ৪১, আঘা সলমংন ৪৮ রান করেন। পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৪৭৮ রানে।
ফলে সহজেই জয় পায় প্রোটিয়ারা। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে। অধিনায়ক বাভুমার নেতৃত্বে টেস্টে ৯টির মধ্যে আট ম্যাচেই জয় পেল প্রোটিয়ারা।
প্রোটিয়ারা দ্বিতীয় ম্যাচেও জয় পাওয়ায় টেস্টের ক্রম তালিকায় তিন নম্বরে নেমে গেল ভারত। ২০১৬ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার টেস্টের ক্রম তালিকায় ৩ নম্বরে নামল ভারত।
বর্তমানে ১২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ১১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে দক্ষিণ আফ্রিকা, ১০৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ভারত। ১০৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে ইংল্যান্ড, ৯৬ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে নিউজিল্যান্ড।
Posted ১১:৫৪ অপরাহ্ণ | সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta