কক্সবাংলা ডটকম(২৯ জানুয়ারি) :: সৃষ্টির ঠিক পরের মুহূর্ত থেকেই পৃথিবী পৃথিবী তার অক্ষের উপর নিরন্তর লাট্টুর মত পাক খাচ্ছে। নিজের অক্ষের উপর এই একবার পাক খেতে পৃথিবীর সময় লাগে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট বা প্রায় ২৪ ঘণ্টা। আর এই গতিকে বলা হয় ‘আহ্নিক গতি।’
আর এই আবর্তনের ফলেই পৃথিবীতে দিন ও রাতের পরিবর্তন হয়। এই সব তথ্য ছোটবেলা থেকেই ভূগোল বইয়ের সিলেবাসে পড়ে আমাদের সকলেরই প্রায় মুখস্থ। কিন্তু ধরুন যদি হঠাত পৃথিবী মাত্র এক সেকেন্ডের জন্য তার এই আবর্তন বন্ধ করে দেয়! তাহলে কী হবে?
অনেকের মনেই এই প্রশ্নটা একাধিক বার এসেছে। আর এই ধারনাকে বিজ্ঞানীরা ‘আর্থ স্টপ রোটেশন’ নামে আক্ষা দিয়েছেন।
কোটি কোটি বছর ধরে এক নাগারে ঘুরতে থাকা আমাদের পৃথিবী যদি এক সেকেন্ডের জন্য তার ঘূর্ণন বন্ধ করে দেয়, তাহলে কী হবে, মাত্র এক সেকেন্ডের আবর্তন বন্ধের জন্য পৃথিবীতে কোনো প্রভাব পড়বে নাকি যেমন চলছে তেমন স্বাভাবিকভাবে চলতে থাকবে সবকিছু? আসলে কেউ কল্পনাও করতে পারবেন না যে পৃথিবীর আবর্তন কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে গেলে ঠিক কী হতে পারে। আজ তাহলে বিজ্ঞানীদের গবেষণা করা কিছু বিষয় সম্পর্কে জানা যাক যা থেকে এই ধারনা পাওয়া সম্ভব যে পৃথিবী মুহূর্তে থেমে গেলে কী হবে।
অবিরাম চলতে থাকা পৃথিবীর এই আবর্তন তার অক্ষের উপর কোটি কোটি বছর ধরে একই ভবে হয়ে চলেছে। পৃথিবী প্রায় ২৪ ঘণ্টায় নিজের এক পাক ঘোরা সম্পন্ন করে। সেখানে পৃথিবীর ঘূর্ণনের গতি প্রতি ঘন্টায় প্রায় ১০০০ মাইল ধরা হয়। কিন্তু অবশ্যই যে মানুষ এই গতিটি বুঝতে পারে না, কারণ এর সাথে সকলেই ঘুরতে থাকে। অর্থাৎ নিউটনের প্রথম গতিসূত্রের মত এই হল পৃথিবীতে থাকা সকল বস্তুর ‘গতি জাড্য’ রূপ।
পৃথিবী যদি হঠাৎ ঘূর্ণন বন্ধ করে দেয়, তাহলে আমাদের গ্রহের অধিকাংশই ধ্বংস হয়ে যাবে বলেই মত বিজ্ঞানীদের। ধরা যাক, কোনও গতিশীল যানবাহনে চলাচল করার সময় যদি হঠাত করে সেটি ব্রেক কষে, তাহলে আমরা যেমন আচমকা সামনের দিকে ছিটকে যাই ঠিক তেমনই এত দ্রুত গতিতে ঘুরতে থাকা পৃথিবী যদি হঠাত তার ঘোরা বন্ধ করে দেয় তাহলে সেই রকমই পৃথিবী পৃষ্ঠে থাকা সবকিছু ছিটকে যাবে মুহূর্তের মধ্যে। যার ফলে হবে মহা প্রলয়।
এবার ধরা যাক যদি পৃথিবী অনন্তকাল ধরে থেমেই থাকে, তাহলে কী হবে? যাই হোক এই ঘটনা ঘটলে অর্ধেক গ্রহকে প্রতিনিয়ত সূর্যের তাপ এবং অর্ধেককে মহাকাশের ঠান্ডার সম্মুখীন হতে হবে। এই কারণে, অর্ধেক অঞ্চলে এত তাপ এবং এত ঠান্ডা হবে, অনেক প্রাণী এতে আক্রান্ত হবে এবং এর পরিণতি খুব খারাপ হবে। এর সাথে, বাষ্পীভবন ইত্যাদি প্রক্রিয়া ব্যাপকভাবে প্রভাবিত হবে এবং সেই সময়ে কী ঘটবে তা কল্পনা করাও দুষ্কর।
মোটামুটি ধরা যাক যদি পৃথিবী প্রতি ঘণ্টায় ১০০০ মাইল গতিতে আবর্তিত হয় তাহলে বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী হঠাত থেমে গেলে সকলেই ১০০০ মাইল গতিতে এগিয়ে যাবেন এবং যার পরিণতি হবে মহা ভয়ঙ্কর। এরকম হলে সকলেই শেষ হয়ে যাবে সেই দিন। অপরদিকে পৃথিবীও তার নিজের কক্ষপথ থেকে ছিটকে যাবে। আর চিরদিনের মত বিলীন হয়ে যাবে এই মহাশূন্যে।
Posted ১২:২৫ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ জানুয়ারি ২০২২
coxbangla.com | Chanchal Chy