নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট (ইঁদুর নাশক ট্যাবলেট) খেয়ে মো. সোহেল (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বটতলিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
সোহেল ওই এলাকার মো.কালুর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম বলেন, সোমবার রাত ৯টার দিকে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে অচেতন হয়ে পড়ে সোহেল।
তাঁর মুখ দিয়ে গন্ধ আসছিল। সোহেলকে তাঁর স্বজনরা দ্রুত পেকুয়া নুর হাসপাতালে ভর্তি করে।
সেখানে তাঁর অবস্থা অবনতি হলে রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করে।
মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় চমেক মারা যান সোহেল। তবে কী কারণে তিনি ট্যাবলেট খেয়েছে জানিনা। তিনি পেশায় দিনমজুর।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও নুর হাসপাতালের ডিরেক্টর ডাঃ মুজিবুর রহমান বলেন, রাতে মুমূর্ষু অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করে।
পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছি তিনি ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়েছে।
এ ধরণের ট্যাবলেট মারাত্বক মৃত্যু ঝুঁকি থাকে। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
Posted ৬:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ জুন ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta