নাজিম উদ্দিন,পেকুয়া (২২ আগষ্ট) :: পেকুয়ায় জটিল রোগে ভোগছেন দিনমজুর গিয়াস উদ্দিন (৪৮)। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত গিয়াস উদ্দিন এখন মৃত্যু শয্যায়। মৃত্যু যন্ত্রনায় ওই ব্যক্তির জন্য পৃথিবীতে বেঁচে থাকা খুবই দুর্লোভ। চিকিৎসক বলছেন তাকে সুস্থ করতে প্রচুর অর্থের প্রয়োজন। চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় তার পক্ষে এর ব্যয়িত অর্থ একক বহন করা সম্ভব নয়। প্রথম ধাপে চিকিৎসার জন্য ৬/৭ লক্ষ টাকা ব্যয় হয়েছে। সহায় সম্বল যা ছিল তা চিকিৎসার জন্য ব্যয় করা হয়েছে। গিয়াস উদ্দিন একজন দরিদ্র শ্রেনীর মানুষ।
গত ১ বছর আগে পেকুয়ায় কবির আহমদ চৌধুরী বাজারে গাড়ি থেকে বস্তা নামানোর সময় তিনি আঘাত পান। ঘাঁড়ে আঘাত মারাত্মক থাকায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সে সময় গলায় অস্ত্রোপাচার হয়েছিল। এরপর থেকে তার শ্রম ও কর্মচাঞ্চল্য স্তবির হয়ে যায়। শ্রমজীবি ওই মানুষটির শ্রম ও অর্থনীতি স্তবির হয়ে যায়। প্রায় কয়েক মাস চিকিৎসায় ছিলেন।
স্থানীয়রা জানান, গিয়াস উদ্দিনের অবস্থা দিন দিন অবনতির দিকে। প্রথম দিকে গলায় ব্যথা থাকলেও বর্তমানে তার সমস্যা অধিক জটিল হয়েছে। চটপট শারীরিক যন্ত্রনায় এড়াতে স্বজনরা তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান ডা: ছৈয়দ মাহফুজুল হকসহ বিশেষজ্ঞ চিকিৎসা টীম জানিয়েছেন, গিয়াস উদ্দিনের অবস্থা অবনতির দিকে। এখন তার কিডনিতে জটিল সমস্যা দেখা দিয়েছে। একটি কিডনি বিকলও হয়ে গেছে। তবে অপর কিডনিটির রিফিল করতে তার প্রচুর টাকা প্রয়োজন। যা তার এককপক্ষে সম্ভব নয়। গিয়াস উদ্দিন বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা গ্রামের মৃত বদিউল আলমের ছেলে।
সমাজপতি নাছির উদ্দিন জানান, গিয়াস উদ্দিন এক সময় লাখপতি ছিলেন। ব্যবসা বাণিজ্য করতেন। পুঁজি হারিয়ে তিনি শ্রম দিয়ে সংসার চালান। দুর্ঘটনার পর থেকে তার অবস্থা পতনের দিকে। এখন ৪ ছেলে মেয়ের সংসার। ছেলে মেয়েরা পড়ালেখা করে। সংসারের গ্লানি টানছেন স্ত্রী। স্বামী ও সন্তানদের অন্ন জোগাতে স্ত্রী মানুষের বাড়িতে কাজ করছেন। আমরা তার জীবন বাঁচাতে মানবিক সহায়তা আশা করছি। কোন সুহৃদ ও বিবেকবান ব্যক্তি তাকে সহায়তা করতে পারেন। তার ব্যক্তিগত বিকাশ নাম্বার ০১৮২৮৯৭৯৯৯৭।
সাবেক ইউপি সদস্য ছরওয়ার কামাল জানান, দানশীল ব্যক্তিবর্গ এগিয়ে আসলে তিনি চিকিৎসা পেতে পারেন।
স্ত্রী দিলোয়ারা বেগম জানান, আমার যে টুকু ছিল স্বামীর জন্য সব দিয়ে দিয়েছি। পৃথিবীর আলো বাতাস মায়া মমতা হঠাৎ দুর্বিসহ হবে কেন একজন মানুষের। আমি আমার স্বামী ও আমার সন্তানরা পিতার চিকিৎসার জন্য মানবিক সাহায্য চাই। পৃথিবীর যে প্রান্ত থেকে পারেন একজন অসহায় মানুষের জীবন বাঁচাতে চিকিৎসা সহায়তা পাঠাতে পারেন।
শিক্ষক মাওলানা মুহিব্বুল্লাহ জানান, দেশ ও দেশের বাইরে সকল বিবেকবান মানুষকে আহবান করছি আপনারা তাকে সহায়তা করুন।
Posted ১২:১০ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy