এম.জিয়াবুল হক,চকরিয়া(১৮ আগষ্ট) :: পেকুয়া মডেল স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী আনিছুর রহমান (১৫)। প্রতিদিনের মতো গত ১৪ আগষ্ট সকালে বাড়িতে খাবার শেষে ড্রেস পরে বই-খাতা ব্যাগে ভরে স্কুলে যান। তারপর বিকাল গড়িয়ে রাত শেষ হয়েছে, কিন্তু সেই থেকে এখনো ওই ছাত্র আর বাড়ি ফিরেনি।
এদিকে পাঁচদিন ধরে কলিজার টুকরো ছেলে স্কুলে গিয়ে আর বাড়িতে না আসায় শোকের কাতর হয়ে পড়েছে তাঁর মা হাজেরা বেগম ও বাবা নুরুল আমিন। এ অবস্থার কারনে পুরো পরিবারে চলছে শোকের মাতম।
অপরদিকে আত্মীয় স্বজনসহ দিকবিদিক খোজাখুজি করে ব্যর্থ হয়ে সর্বশেষ সন্তানের সন্ধান পেতে পেকুয়া থানা পুলিশের কাছে দারস্থ হয়েছেন বাবা নুরুল আমিন। গত ১৬ আগষ্ট ছেলের নিখোঁজ হওয়ার বিষয়টি জানিয়ে নুরুল আমিন থানায় একটি সাধারণ ডায়েরীও (নং ৫৭২) রুজু করেছেন। থানার ওসি মো.জহিরুল ইসলাম খাঁন তাকে আশ^াসও দিয়েছেন। যেই করে হোক তাঁর ছেলের সন্ধানের ব্যবস্থা নেবে পুলিশ।
স্কুলছাত্র আনিছুরের হতভাগ্য বাবা পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারইয়াকাটা গ্রামের নুরুল আমিন বলেন, যেইদিন তাঁর ছেলে স্কুলে গেছেন সেইদিন স্কুলড্রেস পরিহিত অবস্থায় ছিল। তাঁর গায়ের রং শ্যামবর্ণ ও উচ্চতা বেশি হলে চার ফুট, ছয় ইঞ্চি হবে।
নিখোঁজ ছেলের কেউ সন্ধান পেলে ০১৮৮৪-৮৭০৭৭৫ ও ০১৭৭৮-৩৯৩৭৮৫ নাম্বার ফোনে জানানোর জন্য তিনি হৃদয়বান সকল নাগরিকের কাছে বিনীতভাবে আবেদন করেছেন।
Posted ২:০৯ অপরাহ্ণ | শনিবার, ১৯ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Chy