নাজিম উদ্দিন, পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় রান্নার গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লেগে চার বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজাখালী ইউনিয়নের উত্তর সুন্দরী পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় জালাল উদ্দিন,মিশকাত জানায়, রাজাখালীর উত্তর সুন্দরী পাড়ার আবদু ছাত্তারের ছেলে সিএনজি চালক বাবুলের রান্না ঘরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুনের সুত্রপাত ঘটে।
এ সময় বাবুলের বড় ভাই সাইফুল ইসলাম, ইলিয়াস, পাশের ফোরকানের বসতবাড়ি আগুনে সম্পুর্ন পুড়ে যায়। এতে চার পরিবারের প্রায় সাড়ে বিশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা ধারনা করেছেন।
এদিকে স্থানীয়ারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রন আনে। তবে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছার আগে আগুন সর্বনাশ করে ওই চার পরিবারকে।
রাজাখালী ইউপির চেয়ারম্যান ছৈয়দ নুর বলেন, রান্নার গ্যাস থেকে অসহায় এ পরিবারে আগুন লেগে সব শেষ হয়ে গেছে। ইউনিয়ন পরিষদ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।
Posted ৯:২৫ অপরাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy