নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় এবিএম ব্রিকস ইটভাটায় ১লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহষ্পতিবার (১৫অক্টোবর) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল কার্যালয় এর পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা আরোপ করেন।
পরিবেশগত, ছাড়পত্র,নবায়ন ও অনুমোদন না থাকায় পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি সাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন,১৯৯৫ এর ধারা ৭এর আলোকে এবিএম ব্রিকস ইটভাটায় এ ক্ষতিপুরন আরোপ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন।
জানা গেছে,টইটংয়ের নাপিতখালী গ্রামে গত তিন বছর আগে আহমদ নবীর মালিকানাধীন এবিএম ব্রিকস নামে একটি ইটভাটা গড়ে ওঠে। বনাঞ্চলের তিন কি.মিটারের মধ্যে ইটভাটা তৈরীর নিয়ন না থাকলেও সেখানে গড়ে ওঠেছে এবিএম ব্রিকস নামক ইটভাটা।
অভিযোগ রয়েছে এবিএম ব্রিকস ইটভাটায় প্রতিদিন বনাঞ্চলের গাছ পুড়িয়ে তৈরী করা হচ্ছে ইট।
Posted ৯:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
coxbangla.com | Chanchal Chy