নাজিম উদ্দিন,পেকুয়া(১৬ সেপ্টেম্বর) :: পেকুয়ায় ইয়াবাসহ অন্তত ৫ জনকে আটক করেছে পুলিশ।
১৬ সেপ্টেম্বর রবিবার সদর ইউনিয়নের কলেজ গেইট চৌমুহনীর একটি বাড়ি থেকে এদের আটক করে। এ সময় ১১০ পিচ ইয়াবা বড়িসহ ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার টাকা জব্দ করে পুলিশ।
ওই দিন রাত সাড়ে ৮ টার দিকে পেকুয়া থানার ওসি (প্রশাসন)জাকের হোসেন ভূইয়া ও ওসি (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কলেজ গেইট চৌমুহনীর নিকটতম আব্বাস মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে।
এ সময় এদেরকে ইয়াবাসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের নাম পেকুয়া সদর ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের নুরুল আজিম প্রকাশ দাড়ি আজিম, মাতবরপাড়ার সাচি মিয়ার পুত্র আলমগীর প্রকাশ বাত্তি আলমগীর, চকরিয়া উপজেলার বাসিন্দা পেকুয়া সদরের নতুনপাড়ার ঘরজামাই থাকা বেলাল উদ্দিন, মাতবরপাড়ার তৌহিদুল ইসলাম ও গিয়াস উদ্দিন।
পেকুয়া থানার ওসি তদন্ত মিজানুর রহমান জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে। তারা মাদক বিকিকিনি ও নিজেরা মাদকাসক্ত।
Posted ১২:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy