নাজিম উদ্দিন,পেকুয়া(২২ ডিসেম্বর) :: কক্সবাজােরর পেকুয়ায় সদর ইউনিয়নের হরিণাফাড়ি পয়েন্টে এবিসি সড়কে পান ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত লুৎফুর রহমান(৪৫) কুতুবদিয়া উপজেলার উত্তর বড়ঘোপ এলাকার আজিজুর রহমানের পুত্র।
শনিবার রাত ৯ টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের নুইন্যামুইন্যা সেতুর উপর এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী পেকুয়া সরকারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
ঘটনার পরপরই স্থানীয় ইউপি সদস্য আবু ছালেক এর নেতৃত্বে একদল গ্রামবাসী ঘটনায় জড়িত মোঃ শওকত নামের এক সিএনজি চালককে আটক করে পুলিশে দিয়েছে। আটক সিএনজি চালক কোনাখালী ইউনিয়নের হাতুর বাপের বাড়ির ছৈয়দ নুরের ছেলে। এঘটনায় আবদু রহিম ছাড়াও আরো বেশ কয়েকজন পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ইউপি সদস্য আবু ছালেক বলেন, রাত ৯ টার দিকে মোহাম্মদ হাশেম নামের এক সিএনজি ড্রাইভার জানায় তার গাড়িতে অবস্থানরত একজনকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই করেছে বেশ কয়েকজন ডাকাত। আহত লোকটি রাস্তায় পড়ে আছে।
ঘটনাটি জানার সাথে সাথে বেশ কয়েকজন এলাকাবাসীকে সাথে নিয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর পুলিশে খবর দিই। আমরাও নেমে পড়ি ডাকাতদলকে আটক করার জন্য। এক পর্যায়ে বিলহাচুরার মৎস্য প্রজেক্টের একটি টং ঘর থেকে শওকতকে আটক করতে পারলেও তার সহযোগি আবদু রহিমসহ বাকিরা পালিয়ে যায়।
আহত লুৎফুর রহমান বলেন, আমি পান ক্রয় করার জন্য কুতুবদিয়া ঘাট পার হয়ে মগনামা লঞ্চঘাট থেকে রিজার্ভ সিএনজি নিয়ে মহেশখালী যাচ্ছিলাম। সাথে ছিল ৪ লাখ ৩০ হাজার টাকা। নুইন্যামুইন্যা সেতুর উপর আসা মাত্র দুইজন লোক সিএনজি গতিরোধ করে। তাদের সাথে যোগদেন আরো কয়েকজন। গাড়ি গতিরোধ করার সাথে সাথে দুইজন গাড়ির ভিতর ঢুকে পড়ে।
আমার কোমরের সাথে বাধা টাকার ব্যাগটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। তাতে আমি বাধা দিলে গাড়ি থেকে বের করে কোমরে ছুরিকাঘাত করে ব্যাগটি কেড়ে নেন। আমি মাটিতে লুটিয়ে পড়লে তারা পালিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে।
Posted ১১:০৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy