নাজিম উদ্দিন,পেকুয়া :: পেকুয়ায় আকমাম বাপ্পী (২৫) নামক এক ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার এস,আই নাদির শাহ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ৩ ফেব্রুয়ারী (বুধবার) দুপুর ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কলেজ গেইট চৌমুহনী থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আকমাম বাপ্পী পেকুয়া সদর ইউনিয়নের উত্তরমেহেরনামা আবদুল হামিদ সিকদারপাড়ার আজিজুল হকের পুত্র। তার বিরুদ্ধে চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৫৭০/২০ এর মামলায় ওয়ারেন্ট রয়েছে।
সুত্র জানায়, ২০২০ সালের ২৮ জুন আবদুল হামিদ সিকদারপাড়ায় মারপিটের ঘটনা সংঘটিত হয়েছে। এ সময় সদর ইউপির ৬ নং ওয়ার্ড সদস্য আবদুল হামিদ সিকদারপাড়ার বাসিন্দা ইসমাইল সিকদারের ছেলে ও চট্টগ্রাম কলেজের রসায়ন ১ম বর্ষের ছাত্র মো: রাকিব উদ্দিন (১৯) কে মাথায় কুপিয়ে জখম করা হয়।
ওই ঘটনায় চকরিয়া জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সিআর মামলা রুজু করা হয়। পেকুয়া থানা পুলিশ আদালতে তদন্তীয় প্রতিবেদন পৌছান। এরপর নিয়মিত মামলায় আদালত আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।
পেকুয়া থানার এস,আই নাদির শাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে পেকুয়া কলেজ গেইট চৌমুহনী থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
.
Posted ১০:১৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy