মো: ফারুক,পেকুয়া(১০ জানুয়ারী) :: কক্সবাজারের পেকুয়ায় চাঁদার দাবীতে ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আহত হয়েছেন রাজাখালী ইউনিয়নের টেকঘোনা এলাকার মৃত বশির আলমের ছেলে মোঃ তারেক (১৬) ও তার খালা দিলোয়ারা বেগম (৪৫)।
শুক্রবার (১০জানুয়ারী) সকাল ১০টায় টেকঘোনা এলাকায় এঘটনা ঘটে। আহতেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত মোঃ তারেক বলেন, আমার পিতা দীর্ঘ বছর আগে মারা গেছে। মা খালেদা বেগম ১০বছর কর্মসৃজন প্রকল্পে শ্রমিকের কাজ করে সংসার চালিয়েছেন। শত অভাবের মাঝেও মা আর বিয়ে না করে সরকারী সুযোগে সৌদি আরবে পাড়ি জমান। অনেক কষ্ট করে টেকঘোনা এলাকার আলী হোসেন থেকে একটি বসতভিটার জমি ক্রয় করেন ঘর তৈরি করার জন্য। কিছুদিন আগে মায়ের অর্বতমানে খালা দিলোয়ারা বেগমসহ আরো কয়েকজন আত্বীয় নিয়ে ঘর তৈরির জন্য জমিটি সংস্কার করছিলাম।
ওই সময় ঘর তৈরি করার চেষ্টা করলে টাকা দিতে হবে বলে জানান একই এলাকার মৃত রাজামিয়ার পুত্র জাহাঙ্গীর আলমসহ আরো কয়েকজন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে আমাদের ক্রয়কৃত বসতভিটায় ঘর তৈরির জন্য মালামাল নিয়ে আসছিলাম। ওই সময় জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আজমগীর, মোশারফ ও মহিসনসহ আরো কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে ১লাখ টাকা দাবী করেন। টাকা না দেওয়ায় বসতভিটায় নিয়ে আসা মালামাল ভাংচুরসহ আমাদের মারধর করে। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
এঘটনায় আইনের আশ্রয় নিলে প্রাণেশ হত্যা করবে বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আমি চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি। আমি সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য থানা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
পেকুয়া থানার ওসি কামরুল আজম অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন বলে জানান।
Posted ১১:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ১০ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy