নাজিম উদ্দিন,পেকুয়া(১৬ জানুয়ারী) :: পেকুয়ায় মগনামা ইউপির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আপ্যায়ন বিষয়ক সম্পাদক শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমসহ ৭ জন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মগনামা ইউপির সাবেক চেয়ারম্যান জাপা নেতা মো: ইউনুছ চৌধুরীকে কুপিয়ে জখমের ঘটনায় পেকুয়া থানায় মামলা হয়েছে। ওই মামলায় জামিন না মঞ্জুর হওয়ায় এ ৭ জনকে জেল হাজতে যেতে হয়েছে।
তারা হলেন- মোঃ সাজিব, জয়নাল আবেদীন, সাহাব উদ্দিন, মাঈন উদ্দিন, আমান উল্লাহ ও সাকের উল্লাহ।
১৬ জানুয়ারী (বুধবার) দুপুরে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক হাকিম চেয়ারম্যান ওয়াসিমসহ আসামীদের জামিন না মঞ্জুর করেন।
এ সময় আসামীদের কারাগারে প্রেরণের আদেশ দেন। লবণ মাঠের আধিপত্য নিয়ে সাবেক চেয়ারম্যান ইউনুছ চৌধুরী ও বর্তমান চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের মধ্যে বিরোধ চলছিল।
এর সুত্র ধরে ওয়াসিমের অনুগত ক্যাডাররা ২০১৮ সালের শুরুর দিকে মগনামা ইউনিয়নের দক্ষিন মগনামা ষাটদুনিয়াঘোনা নামক স্থানে দলছুট নেতা সাবেক চেয়ারম্যান ইউনুছ চৌধুরীকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
ওই ঘটনায় ইউনুছ চৌধুরীর ছোট ভাই যুবদলের সাবেক ক্যাডার ছরওয়ার চৌধুরী পেকুয়া থানায় বাদী হয়ে মামলা রুজু করে।
যার নং ৭/১৮। ওই মামলা এজাহার নামীয় এ ৭ জনসহ আরও আসামী ছিলেন । পেকুয়া থানা পুলিশ মামলার চার্জ গঠন করে আদালতে পৌছায়। ওই দিন ওই মামলার চার্জ গঠনের শুনানী চলছিল।
এ সময় ওয়াসিমসহ আসামীরা আদালতে হাজির হন। এ সময় আদালত আসামীদের জামিন না মঞ্জুর করে। বাদীপক্ষের আইনজীবি এপিপি এড. শহিদুল্লাহ জানায়, আসামীদের জামিন না মঞ্জুর হয়েছে। আদালত জেল হাজতে প্রেরনের আদেশ দেন।
এ দিকে বিএনপি থেকে নির্বাচিত ধানের শীষের প্রতীকের চেয়ারম্যান ও মগনামার দুর্দান্ত প্রতাপশালী চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম জেলে গেছেন এ খবর এলাকায় চাউর হয়। এ সময় মগনামা ইউনিয়নে আনন্দ ভাব পরিলক্ষিত হয়েছে।
বিশেষ করে ক্ষমতাসীন দল আ’লীগ তার জামিন না মঞ্জুর এ খবরে খুশী হয়েছেন। আ’লীগ নেতারা জানায়, তিন বছরের চেয়ারম্যানের সময় মগনামায় ক্ষমতাসীন দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন। শত শত নেতা-কর্মী তার হাতে লাঞ্চিত হয়েছে। সমস্ত কর্মকান্ডে আ’লীগকে নিষ্ক্রিয় করা হয়েছে।
প্যানেল চেয়ারম্যান ও আ’লীগ নেতা আলমগীর জানায়, মামলাসহ তার বিরুদ্ধে ২৩ টি অভিযোগ বিভিন্ন অধিদপ্তরে প্রেরন করা হয়েছে। সরকারের গোয়েন্দা সংস্থাকেও এ সব অভিযোগ প্রেরন করা হয়েছে।
Posted ৯:৫২ অপরাহ্ণ | বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy