নাজিম উদ্দিন,পেকুয়া(১৫ ফেব্রুয়ারী) :: কক্সবাজারের পেকুয়ায় ব্যাটারী চালিত অটোরিক্সা (টমটম) চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় ২জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ইউপি’র চেয়ারম্যান।
শনিবার (১৫ফেব্রুয়ারী) সকালে উপজেলার শিলখালী ইউনিয়নের আলেকদিয়া পাড়া থেকে চোরাই গাড়িটি উদ্ধার করেছে।
একইদিন দুপুরে বারবাকিয়া বাজার থেকে চুরির সাথে জড়িত ২ যুবককে স্থানীয়রা ধৃত করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রেরন করে। পরে চেয়ারম্যান ধৃত এ দুইজনকে পেকুয়া থানা পুলিশে সোর্পদ করে।
আটককৃতরা হলেন শিলখালী ইউনিয়নের সিকদারঘোনা এলাকার মৃত.আলী মিয়ার ছেলে এহসান (২৭) ও লম্বামুরা এলাকার কবির আহমদের ছেলে আব্দু রহিম (২৮)।
গাড়ির মালিক মো.সেলিম জানায়, গত ৮ ফেব্রুয়ারী চট্টগ্রামের বাঁশখালীর কাতারিয়া ইউনিয়নের পশ্চিম বরইতলি থেকে একটি টমটম গাড়ি চুরি হয়েছিল। ওয়ার্কশপে ব্যাটারী চার্জ দেয়ার সময় গাড়িটি চুরি হয়। আমি বাঁশখালী থানায় জিডি করেছি। গাড়িটি পেকুয়ায় শিলখালীতে নিয়ে আসা হয়েছে। গাড়ির মালিক এ বিষয়ে নিশ্চিত হন। ওইদিন সকালে গাড়ির মালিক পশ্চিম বরইতলি এলাকার মৃত.শামসুল আলমের ছেলে মো.সেলিম আলেকদিয়া পাড়ার জাহাঙ্গীর আলমের বাড়িতে গাড়িটি সনাক্ত করে।
এ সময় তিনি শিলখালী ইউপির চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেন। চেয়ারম্যান নুরুল হোছাইন অভিযান চালিয়ে চোরাই গাড়িটি উদ্ধার করে। এ সময় চোর নিশ্চিত হওয়ায় বারবাকিয়া বাজার থেকে এ দু’যুবককে আটক করেন। বিকেলে পেকুয়া থানা পুলিশকে ধৃতদের সোর্পদ করেছেন।
শিলখালী ইউপির সাবেক সদস্য জাহেরুল ইসলাম জানায়, ধৃত দুই যুবক পেশাদার চোর। মানুষের বসতবাড়িতে প্রতিনিয়ত চুরি সংঘটিত হচ্ছে। এরা আগেও ধরা পড়েছিল। আলেকদিয়া পাড়ার জাহাঙ্গীর আলম জানায়, আমি ৬০ হাজার টাকায় গাড়িটি কিনেছি। তাদেরকে ১৪ হাজার টাকা নগদে দিয়েছি।
চকরিয়ার বরইতলি শান্তি বাজার থেকে শুক্রবার সকালে সেটি আমার বাড়িতে নিয়ে এসেছি। সিকদারঘোনার আব্দুল মতলবে ছেলে নুরুল হোসাইন,এহসান ও আব্দু রহিম মিলে গাড়িটি আমাকে বিক্রি করে।
ইউপি চেয়ারম্যান নুরুল হোছাইন জানায়, তারা পেশাদার চোর। ৯জনের একটি চোর সিন্ডিকেট আছে। তারা চুরির কথা স্বীকার করেছে। আটককৃত দুইজন বলেছে এদের সিন্ডিকেটে কারা আছে।
পেকুয়া থানার ডিউটি অফিসার এমসআই জাবেদ পাটোয়ারী জানায়, একটি টমটম গাড়িসহ ২জন যুবককে পেকুয়া থানায় সোর্পদ করেছে শিলখালীর ইউপি চেয়ারম্যান নুরুল হোছাইন। তারা থানায় আছে। বাঁশখালী থানা থেকে একজন পুলিশ অফিসার আসবে বলছে। এ বিষয়ে ওসি স্যার দেখবেন।
Posted ৯:২৩ অপরাহ্ণ | শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy